পুননির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুঙ ও সার্কের মহাসচিব আহমেদ সালিম। গতকাল ভিন্ন ভিন্ন বার্তায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বিশ্বনেতারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুঙ তার বার্তায় সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি এবং বিশ্বব্যাপী নানান চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। ভিন্ন বার্তায় ডেমোক্রেটিক স্যোশালিস্ট রিপাবলিক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার বিষয়ে তার ঐকান্তিক ইচ্ছার কথা জানিয়েছেন। অন্যদিকে, সার্কের মহাসচিব আহমেদ সালিম শেখ হাসিনা পুননির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেছেন, সার্কের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশের কাছে ভবিষ্যতে অব্যাহত সমর্থন ও সহযোহিতা প্রত্যাশা করে সার্ক।