তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য রবিউল্লাহ রবিকে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন নজরুল ইসলাম শামী। রিমান্ডের আবেদনে বলা হয়, ইনকিলাব পত্রিকায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশ বিভাগে বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছে। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টার শামিল। এ ছাড়া অঘোষিত ‘হিন্দু লীগ’ তৈরির মতো শব্দ ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার হীন চেষ্টা করেছে ইনকিলাব। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো সংবাদ প্রকাশের কারণ জানতে, কোন সূত্র বা ব্যক্তির কাছ থেকে এ-জাতীয় সংবাদ সংগ্রহ করা হয়েছে তা জানতে আসামিকে ১০ দিনের রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে আসামির আইনজীবী সৈয়দ আহমেদ গাজী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে আদালতকে বলেন, যে সংবাদের জন্য আসামিকে গ্রেফতার করা হয়েছে, তা ইনকিলাব পত্রিকায় প্রকাশের পর পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ জানানো হয়নি। এ ছাড়া ইনকিলাব পত্রিকা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স আইন অনুযায়ী প্রকাশিত ও প্রচারিত হয়ে থাকে। তাই কোনো পত্রিকা যদি কারও মানহানিকর সংবাদ প্রকাশ করে, তাহলে নিয়ম অনুযায়ী তারা প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারে। কিন্তু সেখানেও কোনো অভিযোগ করা হয়নি। এ ছাড়া তারা স্বাভাবিক প্রক্রিয়ার বিচারব্যবস্থায় মানহানির মামলা করতে পারত। তা না করে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। এ সময় তিনি আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন। মামলার নথি সূত্রে জানা গেছে, পুলিশের এআইজি প্রলয় কুমার জোয়ারদারের দুর্নীতি নিয়ে ইনকিলাব পত্রিকা একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার, তিনি পুলিশ বাহিনীতে তৈরি করেছেন অঘোষিত হিন্দু লীগ।’
ইনকিলাব কার্যালয়ে ফের অভিযান : দৈনিক ইনকিলাব কার্যালয়ে আবারও অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে ডিবি পুলিশ পত্রিকাটির বিশেষ প্রতিবেদক, অপরাধ বিভাগের ইনচার্জ সাখাওয়াত হোসেনের কম্পিউটারসহ দুটি কম্পিউটার জব্দ করেছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও বর্তমানে এআইজি পুলিশ হেটকোয়ার্টারস প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, পদোন্নতি, বদলি, পদায়ন, শান্তি রক্ষা মিশনে লোক পাঠানো ইত্যাদি অভিযোগ সংবাদে তুলে ধরা হয়। অন্যদিকে মামলার এজাহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার কারণে আইসিটি আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। মামলায় ইনকিলাবের বার্তা সম্পাদক ছাড়াও প্রকাশক ও সম্পাদক, প্রধান প্রতিবেদক, নগর সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককেও আসামি করা হয়েছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ইনকিলাবের বার্তা সম্পাদক পাঁচ দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর