অ্যাসিড নিক্ষেপ এবং মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তাঁর পিএস মো. ফয়সালকে আসামি করে আদালতে মামলা হয়েছে।
গতকাল ঢাকা মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২ জুন রাজধানীর কোরবানির পশুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তাঁর ভক্ত হিসেবে তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। তখন ডিপজল তাঁর পিএসকে বলেন, ‘এ মহিলা এখানে কীভাবে ঢুকল? বের করো এখান থেকে।’ পরে ডিপজলের পিএসসহ সেখানে থাকা আট থেকে ১০ জন বাদীকে শারীরিকভাবে হেনস্তা, মারধর করে রশি দিয়ে টেনে বের করে দিতে চান।
বাদী আহত অবস্থায় বলেন, ‘আমাকে ছাড়ো, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেব।’ তখন পিএস বলেন, ‘ভিতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে।’ এজাহারে বাদী আরও বলেন, পিএসের নির্দেশে একজন ভিতরে থাকা একটা ছোট গ্যালন নিয়ে আসে। পরে সে গ্যালনটির ভিতরে থাকা তরল পদার্থ (অ্যাসিড) বাদীর ঘাড়ের দিকে ঢেলে দেয়। বাদী যন্ত্রণায় কান্না করতে করতে বাসায় যান। পরে ৪ থেকে ১১ জুন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস ফয়সাল কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেয় বলেও এজাহারে উল্লেখ করেন বাদী।