ভারতের ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থা সারদা'র রুপি তৃণমূলের এমপি ইমরান অবৈধ উপায়ে বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামীর কাছে পৌঁছে দিয়েছে বলে সরাসরি অভিযোগ করলেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তথাগত রায়। গতকাল ফেসবুকে টুইট করে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি। জামায়াতে ইসলামীর নাম করেই তথাগত রায় বলেন 'মমতা বন্দোপাধ্যায়ের দলের সংসদ সদস্য তথা নিষিদ্ধ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া (সিমি)-র সদস্য আহমেদ হাসান ইমরান বাংলাদেশের উগ্র মৌলবাদী সংগঠন জামায়াতকে রুপির যোগান দিয়েছিল'। বিজেপি নেতার এই টুইটের পরেই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে সোরগোল পড়েছে।
কয়েকদিন আগেই কলকাতার দৈনিক 'কলম' পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক তথা তৃণমূলের এই রাজ্যসভার সংসদ সদস্যের বিরুদ্ধে জামায়াতকে রুপি পাচারের অভিযোগ উঠেছিল। এমনকি ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-র ধারণা সারদা'র রুপি বেআইনিভাবে বাংলাদেশের একটি ধর্মীয় মৌলবাদী সংগঠনের কাছে পৌঁছে দিয়ে থাকতে পারেন ইমরান। সারদা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চলতি সপ্তাহের গোড়াতেই ইমরানকে টানা নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি'র কর্মকর্তরা। ইমরানের ভাষ্যও লিপিবদ্ধ করা হয়েছে। সেখানে ইমরানের বয়ানে বেশ কিছু অসঙ্গতিও লক্ষ্য করা গেছে বলে ইডি সূত্রে খবর। এমতাবস্থায় তথাগত রায়ের মতো এক বিজেপি নেতার এই মন্তব্যে সরগরম রাজনীতির ময়দান। যদিও জামায়াতের সঙ্গে তার যোগাযোগের সব অভিযোগই মিথ্যে, ভিত্তিহীন বলে দাবি করেছেন ইমরান।