শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা
টাস্কফোর্সের প্রথম সভা

জঙ্গিবাদে বিদেশি অর্থায়ন খতিয়ে দেখা হবে

শিল্পমন্ত্রী ও জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধান কার্যক্রম অধিকতর সমন্বয়ের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের সভাপতি আমির হোসেন আমু বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের অর্থের উৎস খুঁজে বের করে সেগুলো নিয়ন্ত্রণ করা হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের জন্য বিদেশ থেকে কোনো অর্থ আসে কিনা সেটা খতিয়ে দেখা হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিল্পমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত টাস্কফোর্সের প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির হোসেন আমু। টাস্কফোর্সের প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ব্যাংকিং শাখার সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ কমিটির অন্য সদস্যরা।
বৈঠক সূত্র জানায়, গতকালের বৈঠকে কোন কোন প্রতিষ্ঠান জঙ্গি অর্থায়নে সহযোগিতা করছে বা ভূমিকা রাখছে সেগুলো চিহ্নিত করে আগামী সভায় তথ্য উপস্থাপন কমিটির সভাপতি শিল্পমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর