শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
অষ্টম কলাম

ভয়ঙ্কর সুন্দরী অপরাধী

বয়স ২১ বছর। অভিযুক্ত মোট ১১৪টি অপরাধে! কানাডার ক্যাবেক শহরের নার্সিং কোর্সের ছাত্রী স্তেফানি বোদোয়াঁ। দোষী প্রমাণিত হলে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। অভিযুক্ত স্তেফানির ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে যায়। অনেকের মতে, এই কানাডা সুন্দরী সর্বকালের সর্বশ্রেষ্ঠ যৌন আবেদন যুক্ত অপরাধী। স্তেফানি নিজে অবশ্য সব অপরাধ কবুল করতে রাজি হয়েছেন। তিনি জানিয়েছেন, আদালতে নিজের সমস্ত অপরাধ স্বীকার করতে তিনি রাজি এবং তারপর আদালতের দেওয়া যে কোনো শাস্তি মাথা পেতে নিতে তার আপত্তি নেই। তার সাফ কথা, ‘সময়টা খারাপ যাচ্ছিল। তাই খামখেয়ালের বশে ভুল পদক্ষেপ করেছি। এখন তার শাস্তি তো পেতেই হবে।’ স্তেফানির বিরুদ্ধে অভিযোগ, ১৩, ১৫ ও ১৭ বছর বয়েসী তিন সঙ্গীকে নিয়ে ক্যাবেক শহরের আথাবাস্কা ও মেপল অঞ্চলের অজস্র বাড়ির খিড়কির দরজা ভেঙে দিনের পর দিন অবাধে লুঠতরাজ চালিয়ে গিয়েছেন স্তেফানি। অর্থ, দামি জিনিসপত্র ছাড়াও এভাবে নয়টি আগ্নেয়াস্ত্র হাতিয়েছেন তিনি। তন্বীর দুধ-সাদা ল্যান্সার গাড়ির ডিকি থেকে উদ্ধার হয়েছে মারাত্মক সেসব অস্ত্র। অভিযোগের ভিত্তিতে তিন নাবালকের বিচার তরুণদের জন্য নির্ধারিত আদালতে হলেও স্তেফানির বিরুদ্ধে ওঠা মামলাগুলোর শুনানি সাধারণ আদালতেই হয়। তার বিরুদ্ধে চুরি, অনধিকার প্রবেশ, চুরি যাওয়া সামগ্রী রাখা এবং বেআইনি অস্ত্র হেফাজতে রাখার মতো একাধিক অভিযোগ দায়ের হয়। স্তেফানির আইনজীবীর বক্তব্য, তরুণী আসলে মনোরোগের শিকার। তার দাবি, মানসিক অবসাদের বশেই একের পর এক চুরি করেছেন তার মক্কেল।
এ কারণে রায় ঘোষণা করার আগে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।

 

সর্বশেষ খবর