বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রস্তাবিত বাজেটের কর ব্যবস্থায় বড় ধরনের সমস্যা রয়েছে। একদিকে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, অন্যদিকে আবার সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এটা বৈপরীত্য নীতি। এ ক্ষেত্রে বেসরকারি চাকরিজীবীদের জন্য ই-টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে, যার মাধ্যমে তিনি সবাইকে করের আওতায় আনতে চাইছেন। অথচ সেবা কিন্তু বাড়ছে না। যেমন পরিবহন খাত, স্বাস্থ্যসেবা, আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষাব্যবস্থা কোনোটাই তো ঠিকমতো সেবা দিতে পারছে না। ফলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে সেবাহীন করের বোঝা বাড়বে সাধারণ মানুষের ঘাড়ে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ক্ষেত্রে সকারের উচিত, যাদের টিআইএন আছে তাদের রিটার্ন জমা নিশ্চিত করা। পাশাপাশি যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। অথচ এ বাজেটে সাধারণ মানুষের ঘাড়েই করের বোঝাটা বেশি চাপানো হয়েছে। আমাদের দেশের অর্থনৈতিক ও বাজেট সিস্টেমে ধনীরাই ধনী হয়। আর গরিবরা হয় হতদরিদ্র। এর ফলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছেন তা বাস্তবে সম্ভব নয়। এ ছাড়া দেশের বাজেটরি সিস্টেমকে জাতীয় বাজেট না বলে বাৎসরিক অর্থনৈতিক হিসাব-নিকাশের দলিল বলাই ভালো বলে তিনি মনে করেন। ড. সালেহউদ্দিন বলেন, ‘শুধু এনবিআর-নির্ভর বাজেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অবশ্য এ বছর তো আর বেরিয়ে আসা সম্ভব না। এ জন্য ধীরে ধীরে চেষ্টা করতে হবে বাজেটের ধরন বদলানোর। শুধু জনসাধারণের ওপর কর না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর অন্য উপায় খুঁজতে হবে। সহজেই রাজস্ব আদায় বাড়াতে মোবাইল ফোনের সেবার ওপর কর বসিয়েছে সরকার। অথচ সরকারি যেসব প্রতিষ্ঠানের কাছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা বকেয়া পড়ে আছে, সেগুলোর তোলার কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। অথচ শুধু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) যে পাওনা রয়েছে, তা দিয়ে বাজেটের অর্ধেক চাহিদা পূরণ করা যায়।’ তিনি বলেন, শুধু করের আওতা আর বোঝা না বাড়িয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা বাড়াতে হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের ওপর করের বোঝা না বাড়িয়ে ধনীদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করতে হবে।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি