শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

এবার পিয়াজেও ফরমালিন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ফরমালিনযুক্ত ১০০ বস্তা পিয়াজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালায়। এ সময় ‘ভাইভাই স্টোর’ নামের একটি দোকানের পেছনে মজুত রাখা ১০০ বস্তা পিয়াজে ফরমালিন পাওয়ায় সেগুলো জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল জানান, ভারত থেকে আনা এসব পিয়াজে ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো আছে। পিয়াজ যেন দ্রুত পচে না যায়, সে জন্য লাল রঙের ক্ষতিকর ওই রাসায়নিক মেশানো হয়। পর্যায়ক্রমে অন্যান্য বাজারেও অভিযান চালানো হবে বলে জানান তিনি। দোকানের মালিক আবু তাহের বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পিয়াজ কিনে তিনি খুচরা বিক্রি করছেন। ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো হলে চট্টগ্রাম কিংবা অন্য কোথাও মেশানো হতে পারে। কক্সবাজার শহরসহ বিভিন্ন দোকানে এসব পিয়াজ বিক্রি হচ্ছে বলেও জানান তিনি। জেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি কর্মকর্তা তরুণ বড়ুয়া বলেন, জব্দ করা ১০০ বস্তা পিয়াজের কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এতে আরও ক্ষতিকর কিছু পাওয়া গেলে দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা মার্কেটিং অফিসার মো. শাহজাহানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর