শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এসপি বললেন ডাকাত ধরতে পারলে মেরে ফেলুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম বলেছেন, ‘কোনো ডাকাত যদি হাতেনাতে ধরতে পারেন, জ্যান্ত  মেরে  ফেলুন। এ বিষয়ে একটা মার্ডার কেস নেব, এটা সত্য কথা এবং এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দেব। এটা আমার গ্যারান্টি। আমি যদি গ্যারান্টার হই, তবে আপনাদের কি কোনো ভয় আছে? যদি ডাকাত ধরতে পারেন, এলাকার লোকজনকে মাইকে ডেকে এনে ওকে  পিষে মেরে ফেলেন। মাদকের গাড়ি হলে আগুনে পুড়িয়ে  দেবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনাদের নামে কোনো মামলা হবে না।’ চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে গতকাল সকালে চক্ষুশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে এই চক্ষুশিবির শুরু হয়েছে। এখানে বিনামূল্যে চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন করা হবে। সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে প্রধান অতিথি হিসেবে চক্ষুশিবিরের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ। এ উপলক্ষে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, ডা. আয়াজউদ্দিন আয়াজ, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী, সিভিল সার্জন ডা. প্রধান মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

সর্বশেষ খবর