সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আগে পরিবেশ নিশ্চিত করুন

——— রাজীব আহসান

নিজস্ব প্রতিবেদক

আগে পরিবেশ নিশ্চিত করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ডাকসু নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাম্প্রতিক বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বলেছেন, আগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষাঙ্গন ও হলগুলোতে শান্তিপূর্ণ পরিবেশসহ ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপ করার সময় রাজীব আহসান ‘দেরিতে হলেও রাষ্ট্রপতির মুখে অন্তত ডাকসু নির্বাচনের তাগিদ শোনা’র জন্য তাকে ধন্যবাদ জানান। দলের পক্ষ থেকে তিনি বলেন, আমরা অনেক আগে থেকেই ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি। পালন করেছি সেমিনার, সিম্পোজিয়ামসহ নানা ধরনের কর্মসূচি। কিন্তু সরকার নতুন জাতীয় নেতৃত্ব তৈরির ক্ষেত্রে সৃষ্ট বন্ধ্যত্বকে লালন করতে চায় বলেই ডাকসু নির্বাচন দিতে চায় না। তারা ছাত্র নেতৃত্বকে ভয় করে। কারণ ছাত্র সংগঠনগুলো সক্রিয় হলে কোনো সরকারই খুব বেশি অন্যায় কাজ করতে পারে না। করলে তারা বেশি দিন টিকে থাকতে পারে না। এ জন্যই সরকারগুলো এখন শুধু ডাকসু কেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আর ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে চায় না। রাজীব আহসান আরও বলেন, শুধু ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করলেই চলবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। অর্থাৎ সেখানে সুশাসন নিশ্চিত করতে হবে। অন্য ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের হল থেকে বের করে দিয়ে পুলিশ পাহারায় শুধু বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের থাকতে দিলে চলবে না। তাহলে ডাকসু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হবে না। তিনি আরও বলেন, আরও আগে থেকে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করলে সমগ্র দেশের শিক্ষাঙ্গনে এই নির্বাচনের প্রচলন ঘটত। যার মাধ্যমে রাষ্ট্রপতির ভাষায় সমগ্র বাংলাদেশেই সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি হতে পারত। কিন্তু তা না হওয়ায় এখন সারা দেশেই শিক্ষাঙ্গনে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। যার নেতিবাচক প্রভাব সমগ্র দেশ তথা রাজনীতির ওপরই পড়েছে। এটা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে হয়তো সৎ ও যোগ্য নেতার অভাব দেশের রাজনীতিতে বুমেরাং হয়ে দাঁড়াবে। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ও সুন্দর সহাবস্থান ব্যবস্থার মাধ্যমে ডাকসু নির্বাচনের আয়োজন করা হলে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন রাজীব আহসান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর