শিরোনাম
বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অপারেশন শেষে আইসিসিইউতে মুক্তামণি

নিজস্ব প্রতিবেদক


অপারেশন শেষে আইসিসিইউতে মুক্তামণি

মুক্তামণির গতকালের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) রাখা হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই অস্ত্রোপচারে বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ওই শিশুটির হাতে চামড়া লাগানোর অর্ধেক কাজ শেষ হলো। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলার অপারেশন থিয়েটারে নেওয়া হয় মুক্তামণিকে। সকাল পৌনে ১০টার দিকে শুরু হয় অস্ত্রোপচার। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আড়াই ঘণ্টা ধরে তার হাতে অস্ত্রোপচার করা হয়। হাতের চামড়া লাগানোর কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। পরবর্তী অস্ত্রোপচারের জন্য আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।

গত ১২ আগস্ট মুক্তামণির প্রথম অস্ত্রোপচার করা হয়। ২৯ আগস্ট ফের অস্ত্রোপচারের সময় তার শরীরের তাপ বেড়ে যায়। ওই দিন ২০ ভাগ অস্ত্রোপচারের পর তা স্থগিত করা হয়। বাকি কাজ সম্পন্ন করা হয় ৫ সেপ্টেম্বর। গত ১১ জুলাই মুক্তামণিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

 তার জন্য গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ড জানায়, মুক্তামণি ‘হাইপারকেরাটোসিস’ নামে একটি বিরল রোগে আক্রান্ত। 

সর্বশেষ খবর