ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডাক্তারদের ঘরে আটকিয়ে রোগী মজিবরকে মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এতে রোগীকে বাঁচাতে গিয়ে হামিদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আহত রোগী মজিবর রহমান (২৫) বালিয়াডাঙ্গীর দুওসুও পেট্রল পাম্প এলাকার সাহির উদ্দীনের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মজিবর ও তার ভাই খলিলুর রহমান বালিয়াডাঙ্গী বাজারে একটি মোবাইলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মহিষমারী গ্রামের পজির উদ্দীন একজনের হাতে থাকা মোবাইল ফোন ছিনতাই করার সময় ধরা পড়েন। পরে ছিনতাইর বিষয়টি বুধবার বিকাল ৫টায় বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাইলের কাছে সমঝোতার কথা থাকলেও পজির ও তার লোকজন হাজির হননি। আহত মজিবর বলেন, ‘সন্ধ্যায় আমি হোটেল আগমনীতে নাস্তা খাওয়ার জন্য গেলে পজির ও তার লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমার মাথা ফাটিয়ে দেন। আমার বড় ভাই খলিলুর রহমান ও লতিফুর রহমান হাসপাতালে পৌঁছানোর আগেই বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনার নেতৃত্বে পজির, উজ্জ্বল, কামাল ও বেলাল লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারদের আরেক রুমে আটকে রেখে আমাকে আবার বেধড়ক মারধর শুরু করেন।’ রোগীকে বাঁচাতে গিয়ে আহত হওয়া হামিদুর রহমান বলেন, ‘আমি হাসপাতালের ওপর থেকে ওষুধ নেওয়ার জন্য নিচে নামার সময় দেখি পাঁচজন সন্ত্রাসী জরুরি বিভাগের ভিতরে একজন রোগীকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করছেন। আমি বাঁচাতে গেলে সন্ত্রাসীদের আঘাতে আমার ডান হাত ভেঙে গেছে।’ বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিয়া জানান, ‘হাসপাতালে কোনো রোগীর ওপর হামলা করা দুঃখজনক। ছাত্রলীগের কোনো কর্মী যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকেন তাহলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত আরএমও আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি দুঃখজনক।’ হাসপাতাল কর্তৃপক্ষ তত্ক্ষণাৎ বিষয়টি থানায় জানালে বালিয়াডাঙ্গী থানার এসআই আজিজুল হক ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, পাঁচজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
হাসপাতালে ঢুকে ছাত্রলীগ নেতার তাণ্ডব, ভাঙচুর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর