ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডাক্তারদের ঘরে আটকিয়ে রোগী মজিবরকে মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এতে রোগীকে বাঁচাতে গিয়ে হামিদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আহত রোগী মজিবর রহমান (২৫) বালিয়াডাঙ্গীর দুওসুও পেট্রল পাম্প এলাকার সাহির উদ্দীনের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মজিবর ও তার ভাই খলিলুর রহমান বালিয়াডাঙ্গী বাজারে একটি মোবাইলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মহিষমারী গ্রামের পজির উদ্দীন একজনের হাতে থাকা মোবাইল ফোন ছিনতাই করার সময় ধরা পড়েন। পরে ছিনতাইর বিষয়টি বুধবার বিকাল ৫টায় বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাইলের কাছে সমঝোতার কথা থাকলেও পজির ও তার লোকজন হাজির হননি। আহত মজিবর বলেন, ‘সন্ধ্যায় আমি হোটেল আগমনীতে নাস্তা খাওয়ার জন্য গেলে পজির ও তার লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমার মাথা ফাটিয়ে দেন। আমার বড় ভাই খলিলুর রহমান ও লতিফুর রহমান হাসপাতালে পৌঁছানোর আগেই বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনার নেতৃত্বে পজির, উজ্জ্বল, কামাল ও বেলাল লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারদের আরেক রুমে আটকে রেখে আমাকে আবার বেধড়ক মারধর শুরু করেন।’ রোগীকে বাঁচাতে গিয়ে আহত হওয়া হামিদুর রহমান বলেন, ‘আমি হাসপাতালের ওপর থেকে ওষুধ নেওয়ার জন্য নিচে নামার সময় দেখি পাঁচজন সন্ত্রাসী জরুরি বিভাগের ভিতরে একজন রোগীকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করছেন। আমি বাঁচাতে গেলে সন্ত্রাসীদের আঘাতে আমার ডান হাত ভেঙে গেছে।’ বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিয়া জানান, ‘হাসপাতালে কোনো রোগীর ওপর হামলা করা দুঃখজনক। ছাত্রলীগের কোনো কর্মী যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকেন তাহলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত আরএমও আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি দুঃখজনক।’ হাসপাতাল কর্তৃপক্ষ তত্ক্ষণাৎ বিষয়টি থানায় জানালে বালিয়াডাঙ্গী থানার এসআই আজিজুল হক ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, পাঁচজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শিরোনাম
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
হাসপাতালে ঢুকে ছাত্রলীগ নেতার তাণ্ডব, ভাঙচুর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর