ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ডাক্তারদের ঘরে আটকিয়ে রোগী মজিবরকে মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এতে রোগীকে বাঁচাতে গিয়ে হামিদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আহত রোগী মজিবর রহমান (২৫) বালিয়াডাঙ্গীর দুওসুও পেট্রল পাম্প এলাকার সাহির উদ্দীনের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মজিবর ও তার ভাই খলিলুর রহমান বালিয়াডাঙ্গী বাজারে একটি মোবাইলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মহিষমারী গ্রামের পজির উদ্দীন একজনের হাতে থাকা মোবাইল ফোন ছিনতাই করার সময় ধরা পড়েন। পরে ছিনতাইর বিষয়টি বুধবার বিকাল ৫টায় বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ইসরাইলের কাছে সমঝোতার কথা থাকলেও পজির ও তার লোকজন হাজির হননি। আহত মজিবর বলেন, ‘সন্ধ্যায় আমি হোটেল আগমনীতে নাস্তা খাওয়ার জন্য গেলে পজির ও তার লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমার মাথা ফাটিয়ে দেন। আমার বড় ভাই খলিলুর রহমান ও লতিফুর রহমান হাসপাতালে পৌঁছানোর আগেই বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনার নেতৃত্বে পজির, উজ্জ্বল, কামাল ও বেলাল লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারদের আরেক রুমে আটকে রেখে আমাকে আবার বেধড়ক মারধর শুরু করেন।’ রোগীকে বাঁচাতে গিয়ে আহত হওয়া হামিদুর রহমান বলেন, ‘আমি হাসপাতালের ওপর থেকে ওষুধ নেওয়ার জন্য নিচে নামার সময় দেখি পাঁচজন সন্ত্রাসী জরুরি বিভাগের ভিতরে একজন রোগীকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করছেন। আমি বাঁচাতে গেলে সন্ত্রাসীদের আঘাতে আমার ডান হাত ভেঙে গেছে।’ বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিয়া জানান, ‘হাসপাতালে কোনো রোগীর ওপর হামলা করা দুঃখজনক। ছাত্রলীগের কোনো কর্মী যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকেন তাহলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বালিয়াডাঙ্গী হাসপাতালের কর্তব্যরত আরএমও আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি দুঃখজনক।’ হাসপাতাল কর্তৃপক্ষ তত্ক্ষণাৎ বিষয়টি থানায় জানালে বালিয়াডাঙ্গী থানার এসআই আজিজুল হক ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, পাঁচজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শিরোনাম
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
হাসপাতালে ঢুকে ছাত্রলীগ নেতার তাণ্ডব, ভাঙচুর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
১১ মিনিট আগে | জাতীয়

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় জলবায়ু অর্থায়ন ন্যায্যভাবে বণ্টন করতে হবে: পরিবেশ উপদেষ্টা
১ ঘণ্টা আগে | জাতীয়