শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রাথমিক সমাপনীর প্রশ্নপত্রে এত ভুল!

নিজস্ব প্রতিবেদক

চলমান প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি’ পরীক্ষার এক প্রশ্নপত্রে অর্ধশতাধিক ভুল ধরা পড়েছে। মঙ্গলবার সিলেট বোর্ডের ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রের এই ভুলগুলো এক পরীক্ষার্থীর অভিভাবক ফেইসবুকে দিলে তা ভাইরাল হয়ে যায়। প্রশ্নপত্রটির ৫০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে ৪০টিতেই ভাষা ও ব্যাকারণগত ভুল রয়েছে। এগুলোসহ পুরো প্রশ্নপত্রে ভুলের সংখ্যা অর্ধশতাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সামসাদ মর্তুজা এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি ফেইসবুকে প্রশ্নপত্রটি দেখেছি, ভুল ছাড়া কোনো বাক্য চোখে পড়েনি। আমি শকড। এই প্রশ্নগুলো যে বা যারা করেন, তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে আমার। আমি মনে করি না, তারা শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন।’ প্রশ্নপত্রে ভুলের পেছনে বোর্ডের শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রতি ইঙ্গিত করেন ঢাকার শহীদ বীরউত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের ইংরেজির শিক্ষিক ফারজানা নাসরিন। তিনি বলেন, ‘আমরা যখন স্কুলের ভিতরের পরীক্ষার জন্য প্রশ্ন করি, তাও কয়েকবার চেক করি ভুল-ত্রুটি সংশোধনের জন্য। অথচ বোর্ডের প্রশ্নে এত ভুল কীভাবে রয়ে গেল? নিশ্চয়ই প্রশ্ন করার পর চেক করে দেখা হয়নি।’

এদিকে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি’ বিষয়ের ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি স্বীকার করে তার জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে দায়ী করেছেন সিলেটের জেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি উল্লেখ করেন, প্রশ্ন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি তৈরি করে থাকে। আমরা যে প্রশ্ন পাই সেটাই কেন্দ্রগুলোতে সরবরাহ করি। প্রশ্নে ভুল আছে কী নেই, সেটা দেখা আমাদের দায়িত্বের ভিতর পড়ে না। তিনি আরও জানান, সিলেটে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি’ বিষয়ে ইংরেজি ভার্সনের এই প্রশ্নপত্রে ৭ শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর