বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
যশোরে দুদকের জাল

ঘুষসহ ধরা পড়লেন মাদক দফতরের উপপরিচালক

নিজস্ব প্রতিবেদক, যশোর

ঘুষের টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপপরিচালক মো. নাজমুল কবিরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার অফিসের ড্রয়ার থেকে উদ্ধার করা হয়েছে ঘুষের ২ লাখ টাকা। এই উপপরিচালকের বিরুদ্ধে অভিযোগ, এক মদের দোকানির লাইসেন্স নবায়ন বাবদ তিনি ৩ লাখ টাকা ঘুষ দাবি করেন; যা ২ লাখে রফা হয়। জানা গেছে, গতকাল বিকাল ৩টার কিছু পর দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার সেই ২ লাখ টাকা উদ্ধার এবং নাজমুল কবিরকে গ্রফতার করেন। নাসিম আনোয়ার গণমাধ্যমকর্মীদের জানান, যশোর শহরের বাসিন্দা মহব্বত আলী টুটুল নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নিয়ে শার্শা উপজেলার নাভারণে বাংলা মদের ব্যবসা করেন। কিন্তু তার লাইসেন্স নবায়ন হচ্ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপপরিচালক মো. নাজমুল কবির ওই ব্যবসায়ীর লাইসেন্স প্রায় তিন মাস আগে নিজের হেফাজতে নেন এবং লাইসেন্স নবায়ন বাবদ ৩ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে ২ লাখে তিনি রাজি হন। গতকাল দুপুরে টুটুল ঘুষের ২ লাখ টাকা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর অফিসে গিয়ে উপপরিচালক মো. নাজমুল কবিরের কাছে হস্তান্তর করেন। নাজমুল কবির ওই টাকা নিজের ড্রয়ারে রাখেন। এর কিছু সময়ের মধ্যে দুদক সদস্যরা হানা দেন। যশোর কালেক্টরের চত্বরে অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ওই অফিসে দুদকের অভিযান চলার সময় এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং পুলিশ সদস্যরা হাজির হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, তার উপস্থিতিতে দুদক কর্মকর্তারা ওই অফিসে অভিযান চালান এবং উপপরিচালকের ড্রয়ার থেকে ঘুষের ২ লাখ টাকা উদ্ধার করেন। একই সঙ্গে গ্রেফতার করা হয় উপপরিচালক নাজমুলকে। দুদকের ঢাকা বিভাগীয় উপপরিচালক নাসিম আনোয়ার বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অফিসে ঢুকে প্রথমেই উপপরিচালকের ড্রয়ারের চাবি নেওয়া হয়। ড্রয়ার খুলে দুই বান্ডিলে ২ লাখসহ আরও কয়েক বান্ডিল টাকা পাওয়া যায়। সোর্সের দেওয়া নম্বর মিলিয়ে নিশ্চিত হওয়া যায় যে, দুই বান্ডিলে ২ লাখ টাকা মদ ব্যবসায়ী মহব্বত আলী টুটুলের দেওয়া ঘুষ। ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে সঙ্গে সঙ্গে উপপরিচালক নাজমুলকে গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, উপপরিচালক নাজমুলকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর