এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কয়েক মাস ধরে দুর্বিষহ যানজটে নাকাল নগরের চিত্র পাল্টে দিয়েছে নারায়ণগঞ্জ ছাত্রলীগ। জেলা ও মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির কয়েক শ নেতা-কর্মী গতকাল সকালে নগরের মোট আটটি পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ শুরু করেন। নতুনদের পাশে উৎসাহ ও সহযোগিতার হাত বাড়িয়ে রাস্তায় নেমেছেন ছাত্রলীগের সাবেক নেতারাও। আর এ উদ্যোগের জন্য ছাত্রলীগের প্রতি সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। এদিকে ছাত্রলীগের এই ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের আহ্বান জানানো হলেও তাদের কেউ আসেননি বলে জানা গেছে। এ নিয়ে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনীহা প্রকাশ করেছেন প্রশাসনের শীর্ষ কর্তারাও। তবে ছাত্রলীগের নেতৃবৃন্দ দাবি করেছেন, এ উদ্যোগের সাথী হতে আমরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে আমন্ত্রণ জানালেও তারা আসেননি। এমনকি তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধিও আসেননি। কারণ, জাতীয় নির্বাচন সামনে রেখে হয়তো নিজেদের আড়াল করে রাখতেই জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা ছাত্রলীগের এ উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চাননি। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরবাসীকে দুর্বিষহ যানজটের কবল থেকে রেহাই দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে রাস্তায় নামে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটি। নারায়ণগঞ্জবাসীকে স্বস্তি ফিরিয়ে দিতে মঙ্গলবার সকাল থেকে শহর ও শহরতলির ১ ও ২ নম্বর রেলগেট, গ্রিন লেইজ মোড়, চাষাঢ়া চত্বর, ডাকবাংলা মোড়, পঞ্চবটী মোড়, মাসদাইর কবরস্থান ও ফতুল্লা বাজার— এ আটটি পয়েন্টে যানজট নিরসনে কাজ করেন ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী। ছাত্রলীগ নেতা-কর্মীরা এ সময় অনেকটা ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাজ করেন। অনেককে দেখা গেছে অতিরিক্ত মালবাহী ভ্যান বা রিকশা ঠেলে দিচ্ছেন। বিষয়টি নিয়ে নগরবাসী প্রশংসার সুরে বলেছেন, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নানা কর্মকাণ্ডে যেখানে সংগঠনটি বার বার সমালোচিত হয়েছে, সেখানে নারায়ণগঞ্জ ছাত্রলীগের এ উদ্যোগকে স্বাগত জানাই। শহরের ২ নম্বর রেলগেট এলাকায় মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, ‘এর আগেও আমরা স্থানীয় এমপি শামীম ওসমানের নেতৃত্বে রাস্তায় নেমেছিলাম যানজটমুক্ত করতে।’ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল বলেন, ‘যানজটের অন্যতম প্রধান কারণ অবৈধ গাড়ি পার্কিং।’ রাফেল বলেন, ‘শহরে সিটি করপোরেশনের প্লেটধারী রিকশার সংখ্যা এতটাই বেশি যে যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে।’ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি বলেন, ‘আমরা ভোর হতে রাস্তায় থেকে দেখলাম এ শহরে পুলিশের ট্রাফিক আইন শুরু হয় সকাল ১০টার পর।’
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
নারায়ণগঞ্জে যানজট নিরসনে রাজপথে ছাত্রলীগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর