বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
মনোনয়ন উৎসব দুই দলে

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আজ

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। বিকাল ৩টায় ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সংসদীয় বোর্ডের সভাপতি ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। এর আগে গত রবিবার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

এবার সংসদ নির্বাচনে নৌকা পেতে ৩০০ আসনে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম তুলেছেন। তারা গতকাল দুপুরে গণভবনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বিদ্রোহী প্রার্থী হলেই আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন।

গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সংসদীয় বোর্ডের সভায় দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ খবর