৬০ বছর বয়সী খোকন মিয়া। ৪৬ বছর ধরে তিনি আজিমপুর কবরস্থানে গোরখোদকের কাজ করছেন। তার সঙ্গে যখন দেখা তখন তিনি এক যুবককে সঙ্গে নিয়ে কবর খুঁড়ছেন। যুবকটি পানি ঢেলে মাটি নরম করছেন। আর খোকন মিয়া সেই মাটি দ্রুত কেটে চলেছেন। জানতে চাইলে বলেন, লাশ এখনো আসে নাই। একটু পর আসবে। তাই আগেভাগে কবর রেডি কইরা রাখতাছি। কবর বানানো সাধারণ কাজ নয়। ওস্তাদের কাছে শিখতে হয়। কারণ, এটা ঠিকানা বানানোর কাজ। খোকন মিয়া, দ্বীন ইসলাম ও সাব্বির মানুষের শেষ ঠিকানা মাটির ঘর তৈরির কাজে নিবেদিত শিল্পী। এ কাজ দিয়েই চলে তাদের সংসার। ঠিকাদারের অনুমতি সাপেক্ষে আজিমপুর কবরস্থানে অন্তত ৩৫ জন গোরখোদক কাজ করেন। লাশের আত্মীয়-স্বজনরা খুশি মনে যা দেন তাই তাদের উপার্জন। মাস শেষে প্রত্যেকের ১২-১৫ হাজার টাকা করে আয় হয় বলে জানা গেছে। পুরাতন গোরখোদকদের একজন খোকন মিয়া। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ছেলেবেলায় বাবা-মাকে হারান তিনি। মুক্তিযুদ্ধের পরপরই অভাবের তাড়নায় কাজের সন্ধানে ঢাকায় আসেন। আজিমপুর কবরস্থানে কাজ করতেন তাঁর এক আত্মীয়। তার মাধ্যমে তিনি সহকারী গোরখোদক হিসেবে কাজ নেন। শুধু খোকন মিয়াই নন, এখানকার প্রায় সবাই আত্মীয়-স্বজন, ঠিকাদার কিংবা পূর্বপরিচিত কারও না কারও হাত ধরেই কবর খনন পেশায় নেমেছেন। এদের কারও কারও কবরস্থানের সামনে ছোট দোকানও আছে। সেখানে লাশ দাফনের প্রয়োজনীয় সরঞ্জাম বিক্রি করেন তারা। এর মধ্যে রয়েছে গোলাপজল, কর্পূর, চন্দন, কাফনের কাপড়, চা-পাতা, আতর, সাবান, সুরমা ও আগরবাতি ইত্যাদি। গোরখোদক সাব্বির জানান, লাশ দাফনের সময় ওইসব জিনিস ব্যবহার করতে হয় এর দাম এবং কবর খোঁড়া, কখনো কখনো লাশ গোসল দেওয়া এবং দাফন মিলিয়ে মৃত ব্যক্তির পরিবার খুশি হয়ে যা দেন তারা তা-ই নেন। আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি কবরস্থানেই বেশ কয়েকজন গোরখোদক কাজ করেন। তাদের নির্দিষ্ট কোনো বেতন-ভাতা নেই। লাশ দাফন করতে মৃতব্যক্তির পরিবার স্বজনের দেওয়া টাকায় গোরখোদকদের পরিবার চলে। সাধারণত ধনী ব্যক্তিরা স্বজনকে দাফন করতে একেকজন গোরখোদককে ৫-৬ হাজার টাকা দিয়ে থাকেন। অন্যদিকে সাধারণরা দেন দুই থেকে সাড়ে তিন হাজার টাকা। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, প্রথম দিকে কবর খুঁড়তে সামান্য ভয় পেলেও ক্রমেই তা অভ্যাসে পরিণত হয়। কবরস্থানে যেদিন লাশ আসে সেদিন কিছু রোজগার হয়। সবারই রোজগারের ভরসা কোদাল আর খুন্তি। যেদিন লাশ আসে না সেদিন বসে থাকতে হয়। যা টাকা পাই তা দিয়ে পরিবার নিয়ে বাসা ভাড়া, খাবার খরচ ইত্যাদি ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে।
শিরোনাম
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
শেষ ঠিকানার নির্মাণশিল্পী
মাহবুব মমতাজী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর