চাঁদপুর জেলার আট উপজেলা ও পার্শ্ববর্তী শরীয়তপুর, সখিপুর, লক্ষ্মীপুর ও রামগঞ্জ জেলার (আংশিক) মানুষ চিকিৎসা সেবার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওপর নির্ভরশীল। চিকিৎসক ও খাবার পানির তীব্র সংকটে ২৫০ শয্যার এ হাসপাতালে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে চিকিৎসকের ৪৪টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ ১৩টি খালি। তন্মধ্যে সিনিয়র গাইনি, অর্থোসার্জারি, অ্যানেসথেসিয়া ও দুজন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। সহকারী রেজিস্ট্রার দিয়ে কোনোভাবে চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ এই হাসপাতালটির স্বাস্থ্য ও চিকিৎসাসেবা। এ ছাড়াও জেলার আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চিকিৎসক সংকট প্রকট। চিকিৎসকরা বলেন, চিকিৎসক সংকটে চিকিৎসাসেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক ও জরুরি বিভাগসহ আউটডোর সেবায় চিকিৎসক সংকট থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশুদ্ধ পানির অভাব হাসপাতালটির প্রধান সমস্যার একটি। হাসপাতালের নিজস্ব ডিপ মেশিন থাকলেও অতিরিক্ত আয়রনে তা ব্যবহার অনুপযোগী। এতে মহাদুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা। তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল আজিম জানান, স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার ইতিমধ্যে হাসপাতাল পরিদর্শন করে গেছেন। ভিজিট টিমের কাছে চিকিৎসক ঘাটতির তথ্য প্রদান করা হয়েছে। অচিরেই তা পূরণ করা হবে বলে আশ্বস্ত করা হয়। তিনি বলেন, পানি সংকটের বিষয়ে পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করছি অচিরেই পানি সমস্যার সমাধান হবে। তিনি বলেন, চিকিৎসক ও পানি সংকট নিরসন হলে হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত হবে। তিনি বলেন, এ জেলার রোগী ছাড়াও এখানে আশপাশের জেলার রোগীর চাপ অনেক।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
তৃণমূলে স্বাস্থ্যসেবা
চিকিৎসক ও খাবার পানির সংকট
চাঁদপুর জেনারেল হাসপাতাল
নেয়ামত হোসেন, চাঁদপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর