চাঁদপুর জেলার আট উপজেলা ও পার্শ্ববর্তী শরীয়তপুর, সখিপুর, লক্ষ্মীপুর ও রামগঞ্জ জেলার (আংশিক) মানুষ চিকিৎসা সেবার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওপর নির্ভরশীল। চিকিৎসক ও খাবার পানির তীব্র সংকটে ২৫০ শয্যার এ হাসপাতালে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে চিকিৎসকের ৪৪টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ ১৩টি খালি। তন্মধ্যে সিনিয়র গাইনি, অর্থোসার্জারি, অ্যানেসথেসিয়া ও দুজন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। সহকারী রেজিস্ট্রার দিয়ে কোনোভাবে চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ এই হাসপাতালটির স্বাস্থ্য ও চিকিৎসাসেবা। এ ছাড়াও জেলার আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চিকিৎসক সংকট প্রকট। চিকিৎসকরা বলেন, চিকিৎসক সংকটে চিকিৎসাসেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক ও জরুরি বিভাগসহ আউটডোর সেবায় চিকিৎসক সংকট থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশুদ্ধ পানির অভাব হাসপাতালটির প্রধান সমস্যার একটি। হাসপাতালের নিজস্ব ডিপ মেশিন থাকলেও অতিরিক্ত আয়রনে তা ব্যবহার অনুপযোগী। এতে মহাদুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা। তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল আজিম জানান, স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার ইতিমধ্যে হাসপাতাল পরিদর্শন করে গেছেন। ভিজিট টিমের কাছে চিকিৎসক ঘাটতির তথ্য প্রদান করা হয়েছে। অচিরেই তা পূরণ করা হবে বলে আশ্বস্ত করা হয়। তিনি বলেন, পানি সংকটের বিষয়ে পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করছি অচিরেই পানি সমস্যার সমাধান হবে। তিনি বলেন, চিকিৎসক ও পানি সংকট নিরসন হলে হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত হবে। তিনি বলেন, এ জেলার রোগী ছাড়াও এখানে আশপাশের জেলার রোগীর চাপ অনেক।
শিরোনাম
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
- একজনের নামে সর্বোচ্চ ১০ সিম, কার্যকর ১৫ আগস্ট থেকে
- চীনে সীসা বিষক্রিয়ায় অসুস্থ ২৩৩ শিশু
- দেশজুড়ে পুলিশি অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬০৭
- পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
- ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির আভাস
- অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফেরার তাড়া নেই ডেভিডের
- ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার
- দীপিকার ‘৮ ঘন্টা কাজ’ প্রসঙ্গ নিয়ে রাশমিকার খোঁচা!
- জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ, প্রোটিয়াদের টানা ১০ জয়ের রেকর্ড
- যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার
- শাহজালালে ৮৯৬ গ্রাম সোনাসহ দুইজন আটক
- মুরাদনগরের তিনজনকে পিটিয়ে হত্যা: তদন্তভার ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
- ১৮ দিনে ১৫০ কোটির দোরগোড়ায় ‘সিতারে জামিন পার’
তৃণমূলে স্বাস্থ্যসেবা
চিকিৎসক ও খাবার পানির সংকট
চাঁদপুর জেনারেল হাসপাতাল
নেয়ামত হোসেন, চাঁদপুর
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর