চাঁদপুর জেলার আট উপজেলা ও পার্শ্ববর্তী শরীয়তপুর, সখিপুর, লক্ষ্মীপুর ও রামগঞ্জ জেলার (আংশিক) মানুষ চিকিৎসা সেবার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওপর নির্ভরশীল। চিকিৎসক ও খাবার পানির তীব্র সংকটে ২৫০ শয্যার এ হাসপাতালে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে চিকিৎসকের ৪৪টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ ১৩টি খালি। তন্মধ্যে সিনিয়র গাইনি, অর্থোসার্জারি, অ্যানেসথেসিয়া ও দুজন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। সহকারী রেজিস্ট্রার দিয়ে কোনোভাবে চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ এই হাসপাতালটির স্বাস্থ্য ও চিকিৎসাসেবা। এ ছাড়াও জেলার আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চিকিৎসক সংকট প্রকট। চিকিৎসকরা বলেন, চিকিৎসক সংকটে চিকিৎসাসেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক ও জরুরি বিভাগসহ আউটডোর সেবায় চিকিৎসক সংকট থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশুদ্ধ পানির অভাব হাসপাতালটির প্রধান সমস্যার একটি। হাসপাতালের নিজস্ব ডিপ মেশিন থাকলেও অতিরিক্ত আয়রনে তা ব্যবহার অনুপযোগী। এতে মহাদুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা। তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল আজিম জানান, স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার ইতিমধ্যে হাসপাতাল পরিদর্শন করে গেছেন। ভিজিট টিমের কাছে চিকিৎসক ঘাটতির তথ্য প্রদান করা হয়েছে। অচিরেই তা পূরণ করা হবে বলে আশ্বস্ত করা হয়। তিনি বলেন, পানি সংকটের বিষয়ে পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করছি অচিরেই পানি সমস্যার সমাধান হবে। তিনি বলেন, চিকিৎসক ও পানি সংকট নিরসন হলে হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত হবে। তিনি বলেন, এ জেলার রোগী ছাড়াও এখানে আশপাশের জেলার রোগীর চাপ অনেক।
শিরোনাম
- রাতভর রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ
- ইবতেদায়ি শিক্ষকদের যমুনা অভিমুখী লংমার্চে পুলিশের বাধা
- এভারেস্টে টানা তুষারপাত, আটকা পড়েছেন শতাধিক পর্যটক
- দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে : মির্জা ফখরুল
- আবারও জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান
- বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
- জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু
- বগুড়ায় সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে সাইক ও বিপিসি
- জ্বালানি ও জনবল সংকটে বন্ধ কুতুবদিয়ার ওয়াটার অ্যাম্বুলেন্স
- নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাবো: গণশিক্ষা উপদেষ্টা
- নাসার তৈরি সুপারসনিক বিমানের সফল উড্ডয়ন
- মেট্রোরেল চলাচল শুরু
- সরকারের মধ্যে সব সময় একটা ‘শেকি’ ব্যাপার দেখা যায় : সারোয়ার তুষার
- মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার
- প্রথমবার মার্কিন রাজধানী সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট
- তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়েই রাজনৈতিক সংকটের শুরু : আপিল বিভাগকে বিএনপি
- জেনেভা ক্যাম্পে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ পরিদর্শন
- কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
- এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
- গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন চার সুবিধা ঘোষণা আমিরাতের
তৃণমূলে স্বাস্থ্যসেবা
চিকিৎসক ও খাবার পানির সংকট
চাঁদপুর জেনারেল হাসপাতাল
নেয়ামত হোসেন, চাঁদপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর