চাঁদপুর জেলার আট উপজেলা ও পার্শ্ববর্তী শরীয়তপুর, সখিপুর, লক্ষ্মীপুর ও রামগঞ্জ জেলার (আংশিক) মানুষ চিকিৎসা সেবার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওপর নির্ভরশীল। চিকিৎসক ও খাবার পানির তীব্র সংকটে ২৫০ শয্যার এ হাসপাতালে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে চিকিৎসকের ৪৪টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ ১৩টি খালি। তন্মধ্যে সিনিয়র গাইনি, অর্থোসার্জারি, অ্যানেসথেসিয়া ও দুজন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। সহকারী রেজিস্ট্রার দিয়ে কোনোভাবে চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ এই হাসপাতালটির স্বাস্থ্য ও চিকিৎসাসেবা। এ ছাড়াও জেলার আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চিকিৎসক সংকট প্রকট। চিকিৎসকরা বলেন, চিকিৎসক সংকটে চিকিৎসাসেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক ও জরুরি বিভাগসহ আউটডোর সেবায় চিকিৎসক সংকট থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশুদ্ধ পানির অভাব হাসপাতালটির প্রধান সমস্যার একটি। হাসপাতালের নিজস্ব ডিপ মেশিন থাকলেও অতিরিক্ত আয়রনে তা ব্যবহার অনুপযোগী। এতে মহাদুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা। তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল আজিম জানান, স্বাস্থ্য অধিদফতরের প্রোগ্রাম ম্যানেজার ইতিমধ্যে হাসপাতাল পরিদর্শন করে গেছেন। ভিজিট টিমের কাছে চিকিৎসক ঘাটতির তথ্য প্রদান করা হয়েছে। অচিরেই তা পূরণ করা হবে বলে আশ্বস্ত করা হয়। তিনি বলেন, পানি সংকটের বিষয়ে পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করছি অচিরেই পানি সমস্যার সমাধান হবে। তিনি বলেন, চিকিৎসক ও পানি সংকট নিরসন হলে হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত হবে। তিনি বলেন, এ জেলার রোগী ছাড়াও এখানে আশপাশের জেলার রোগীর চাপ অনেক।
শিরোনাম
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
তৃণমূলে স্বাস্থ্যসেবা
চিকিৎসক ও খাবার পানির সংকট
চাঁদপুর জেনারেল হাসপাতাল
নেয়ামত হোসেন, চাঁদপুর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর