বুধবার, ১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দুই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছেই

উপাচার্যের পদত্যাগ দাবি, নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও গোপালগঞ্জ প্রতিনিধি

দুই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছেই

গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকালও বিক্ষোভ করে শিক্ষার্থীরা

উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে টানা ১৪তম দিনে গতকাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১টা থেকে এক ঘণ্টার জন্য বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ কারণে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। অন্যদিকে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে গতকাল তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি তারা সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছেন, যা গতকাল শুরু হয়েছে। উপাচার্যের পদত্যাগ দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা মো. শফিকুল ইসলাম জানান, উপাচার্য পদত্যাগ বা ছুটির লিখিত আবেদন না করলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।  এদিকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. আক্কাস আলীর বিচার ও অপসারণের দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি তারা সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছেন, যা গতকাল শুরু হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের চতুর্থ তলার সিএসই বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর