মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

টেলিনর-আজিয়াটা এক হওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি মোবাইল টেলিকম কোম্পানি গ্রামীণফোন ও রবির মূল প্রতিষ্ঠান টেলিনর ও আজিয়াটা এশিয়াতে একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা করছে। নরওয়ের টেলিনর ও মালয়েশিয়ার আজিয়াটা এশিয়াতে তাদের যত রকম অবকাঠামো রয়েছে তা একসঙ্গে ব্যবহার করবে বলে আলাপ চলছে। আর প্রস্তাবিত এ কোম্পানিটির মূল কার্যালয় হবে মালয়েশিয়ায়। গতকাল দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটির তরফ থেকে এমন তথ্য জানানো হয়েছে। এ বছরের সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। টেলিনর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, তারা এর মালিকানার বড় অংশীদার হবে। তাদের মালিকানার পরিমাণ হবে ৫৬ দশমিক ৫ শতাংশ। বাকি ৪৩ দশমিক ৫ শতাংশের অংশীদার হবে আজিয়াটা।

 আজিয়াটার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, বাংলাদেশে তারা স্বাধীনভাবেই কাজ করবে।

সর্বশেষ খবর