কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাসচালকসহ তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। গতকাল বিকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনজনের মধ্যে বাসচালক নূরুজ্জামান ও হেলপার লালন মিয়াকে পুলিশ গ্রেফতার করলেও অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম বলছে না পুলিশ। এরমধ্যে বাসচালক নূরুজ্জামান গত শনিবার বিকালে কিশোরগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। স্বীকারোক্তিতে নিজেসহ তিনজন মিলে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে নূরুজ্জামান। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, স্বর্ণলতা পরিবহনের বাসটিতে তানিয়াকে ধর্ষণের পর হত্যা করে বাজিতপুরের গজারিয়া বিলপাড় এলাকায় একটি কলাবাগানের পাশে মরদেহ ফেলে রাখা হয়। ডিআইজি জানান, বর্তমানে আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। উদ্ধার করা আলামত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হবে। তানিয়ার মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এখনো পুলিশ পায়নি। ময়না তদন্তের বিষয়ে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, হত্যার আগে তানিয়াকে ধর্ষণ করা হয়। মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়। উল্লেখ্য, গত সোমবার তানিয়াকে ধর্ষণ ও হত্যার পর ওইদিন রাতেই পুলিশ বাসের চালক নুরুজ্জামান ও হেলপার লালন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে। গত বুধবার তাদেরকে আদালতে হাজির করে আটদিনের রিমান্ডে নেওয়া হয়।
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ করে তিনজন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর