কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাসচালকসহ তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। গতকাল বিকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনজনের মধ্যে বাসচালক নূরুজ্জামান ও হেলপার লালন মিয়াকে পুলিশ গ্রেফতার করলেও অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম বলছে না পুলিশ। এরমধ্যে বাসচালক নূরুজ্জামান গত শনিবার বিকালে কিশোরগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। স্বীকারোক্তিতে নিজেসহ তিনজন মিলে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে নূরুজ্জামান। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, স্বর্ণলতা পরিবহনের বাসটিতে তানিয়াকে ধর্ষণের পর হত্যা করে বাজিতপুরের গজারিয়া বিলপাড় এলাকায় একটি কলাবাগানের পাশে মরদেহ ফেলে রাখা হয়। ডিআইজি জানান, বর্তমানে আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। উদ্ধার করা আলামত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হবে। তানিয়ার মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এখনো পুলিশ পায়নি। ময়না তদন্তের বিষয়ে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, হত্যার আগে তানিয়াকে ধর্ষণ করা হয়। মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়। উল্লেখ্য, গত সোমবার তানিয়াকে ধর্ষণ ও হত্যার পর ওইদিন রাতেই পুলিশ বাসের চালক নুরুজ্জামান ও হেলপার লালন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে। গত বুধবার তাদেরকে আদালতে হাজির করে আটদিনের রিমান্ডে নেওয়া হয়।
শিরোনাম
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ করে তিনজন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর