প্রতিদিন কমছে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার দর। চলতি বছরের বাজেট পাসের পর থেকেই এ অস্থিরতা শুরু হয়েছে। কর্তৃপক্ষের কোনো উদ্যোগ কাজে আসছে না। কীভাবে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরবে তাও যেন কেউ জানে না। সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে শেয়ারবাজারের অস্থিরতার কারণে। প্রতিদিন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। এখন রাস্তায় বিক্ষোভ ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভরসা। চলতি সপ্তাহের চার দিনের লেনদেনে সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট কিন্তু কমেছে ১৩১ পয়েন্ট। সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি পিপলস লিজিং অবসায়নের নেতিবাচক প্রভাব পড়ছে শেয়ারবাজারে। আর এর সঙ্গে গ্রামীণ ফোনের কম লভ্যাংশ ঘোষণা এক ধরনের সংকট সৃষ্টি করছে শেয়ারবাজারে। অব্যাহত পতন বন্ধ করে স্থিতিশীল বাজারের প্রত্যাশায় গতকাল দুপুর আড়াইটা থেকে বিকাল ৩টা পর্যন্ত মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আতঙ্কিত বিনিয়োগকারীরা এ নিয়ে ছয় দিন ধরে বিক্ষোভ করেছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। বিনিয়োগকারীরা দাবি তুলেছেন, এমন অবস্থায় যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নেন। বাজারের বেহাল দশা দূর করতে ব্যর্থতার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত। শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে বিনিয়াগকারীরা বেশ কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে জেড ক্যাটাগরি এবং ওটিসি মার্কেট বন্ধ করা, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ বাধ্যতামূলক, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা। চলতি সপ্তাহের বাজার লেনদেনে দেখা গেছে, চার দিনে সূচক কমেছে ১৩১ পয়েন্ট, বেড়েছে মাত্র ৪৩ পয়েন্ট। তালিকাভুক্ত কোম্পানির মধ্যে আর্থিক খাতের পিপলস লিজিং বাংলাদেশ ব্যাংক অবসায়ন করেছে। ফলে পুরো আর্থিক খাতের পরিস্থিতি খারাপ। ২২টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি বাদে সবগুলোর শেয়ার দর হারিয়েছে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর এ সময় কমেছে। সর্বশেষ লেনদেনে দেখা যায় সূচক মাত্র ৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৩০৯ কোটি টাকা। জানতে চাইলে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, বাজার থেকে বিশাল পরিমাণ টাকা বের হয়ে গেছে। উদ্যোক্তা পরিচালকরা নিজেদের শেয়ার বিক্রি করায় এ পরিস্থিতি হয়েছে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর নির্ভর হয়ে পড়ছে বাজার। এ ছাড়া বাজেটে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিভিডেন্ড মুনাফার ওপর কর প্রত্যাহার করা হলেও এই সুবিধা ৯০ ভাগ বিনিয়োগকারী পাবেন না। কারণ এটা পেতে হলে ইটিআইএন থাকতে হবে। কিন্তু বাজারে সেটা অধিকাংশ বিনিয়োগকারীর নেই। বাজারে স্থিতিশীলতা ফেরাতে বৃহৎ মূলধনী কোম্পানি নিয়ে আসতে হবে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’