সরকার, ট্যানারি মালিক ও আড়তদারদের সঙ্গে গত রবিবার ত্রিপক্ষীয় বৈঠকের পর সমঝোতার দর-দামেই চামড়া কেনাবেচা শুরু হয়েছে রাজধানীর লালবাগের পোস্তায়। আড়তদাররা বলেন, বৈঠকে ট্যানারি মালিকদের পাওনা পরিশোধের আশ্বাসের পর তাঁরা চামড়া বিক্রি শুরু করেছেন। তবে তাদের আশঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে ট্যানারি মালিকরা পাওনা পরিশোধ না করলে এ খাতে আরও বড় সংকট তৈরি হতে পারে। গতকাল রাজধানীর লালবাগের পোস্তায় আড়তদার ও ট্যানারি মালিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তারা বলছেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে দুই দিন চামড়া বেচাকেনা হয়নি। সোমবার থেকে সারা দেশে পুরোদমে চলছে চামড়া কেনা। সরকার নির্ধারিত দামেই চামড়া বেচাকেনা হচ্ছে এমন দাবি তাদের। বাকি এবং নগদ মূল্যে চামড়া ছেড়ে দিচ্ছেন আড়তদাররা। গতকাল সকালে পোস্তার আড়ত যমুনা ট্রেডার্সে গিয়ে দেখা গেছে, আড়ত থেকে চামড়া সংগ্রহ করছেন সালামা ট্যানারির মালিক ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ। জানতে চাইলে তিনি জানান, এই আড়তের প্রায় সাড়ে তিন হাজার পিস কাঁচা চামড়া আছে। সরকারের নির্ধারিত দামেই কিনেছি। আর এর লেনদেনও হবে প্রচলিত নিয়মেই। যমুনা টেড্রার্সের কয়েকটি দোকানের পরই হাজী মো. সাদাত হোসেনের আড়ত। দোকানে উপস্থিত জয়নাল আবেদিন জানান, পাওনা টাকা নিয়ে গত রবিবার সভা হয়েছে। সমঝোতাও হয়েছে। তাই আজ (গতকাল) ট্যানারি মালিকরা মাল কিনতে আসছেন। তিনি বলেন, সরকার সুনজর দিয়েছে। তাই দরদাম নিয়ে ফয়সালাও হবে। তবে গরিবের হক মারা গেল, প্রান্তিক পর্যায়ের তারা কিছুই পেল না- এটা ঠিক হয়নি। এ সময় উপস্থিত অন্য আড়তের একজন কর্মী নাম প্রকাশ না করে তিনি জনান, যারা তাদের হক মেরেছে; তাদের রিমান্ডে নেওয়া উচিত। তিনি আক্ষেপ করে বলেন, ‘বড় বড় সভা হয়, গবিরের হকের তো কোনো ফয়সালা হয় না।’ এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা এক রিকশা চালক বলেন, ‘ভাই লিখে দিয়েন, উন্নয়নের জোয়াড়ে এবার চামড়া ভেসে গেছে।’ জানতে চাইলে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী দেলোয়ার হোসেন বলেন, এতদিন জিম্মি অবস্থায় ব্যবসা করেছি। ট্যানারি মালিকদের কছে পাওনা চাইলে তারা ভালো ব্যবহার করতেন না। আশাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আগামী ২২ আগস্ট পাওনা টাকা নিয়ে কোনো সুরাহা হবে। এটা না হলে আবারও গভীর সংকট তৈরি হবে। তিনি বলেন, এই সংকট মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট হয়নি। সমঝোতার ভিত্তিতেই বেচাকেনা শুরু হয়েছে। তিনি বলেন, আমরা বলেছি আমাদের কাছে টাকা নেই। অনেকেই ধারদেনা করে চামড়া কিনেছেন, অনেকেই কিনতে পারেননি। তবে ঢাকার আশপাশের জেলা থেকে পোস্তায় চামড়া এলে অবস্থা আরও ভয়াবহ হতো। আমরা হয়তো সেগুলো কিনতে পারতাম না।
শিরোনাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
পোস্তায় শুরু হয়েছে চামড়া কেনাবেচা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর