অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এসব কথা বলেছেন, করের হার বাড়াব না। করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। গতকালের অনুষ্ঠানে সর্বোচ্চ ও দীর্ঘ সময়ে কর প্রদান করায় জাতীয়ভাবে ব্যক্তি পর্যায়ে ৭৫ ব্যক্তি, কোম্পানি পর্যায়ে ৫৭ প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্যাটাগরিতে ১০ জনকে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া এলাকা ভিত্তিক উল্লেখযোগ্য আরও কিছু ব্যক্তিকে একই সম্মাননা দেওয়া হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এভাবে চললে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ তাইওয়ানকে পিছনে ফেলে এগিয়ে যাবে। ২০১৮-১৯ করবর্ষের জন্য দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) আবারও শীর্ষ কর দাতা হিসেবে নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-মহাব্যবস্থাপক আবদুল মান্নান। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইডব্লিউএমজিএল পরপর গত তিন বছরের পর এবারেও সেরা কর দাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এই প্রতিষ্ঠানের মালিকাধীন ছয়টি গণমাধ্যম প্রতিষ্ঠান হলো- বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইংরেজি পত্রিকা ডেইলি সান, অন লাইন পত্রিকা বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন এবং রেডিও ক্যাপিটাল। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবার এর আগে কর বাহাদুর পরিবার হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যানের অনুরোধে বক্তব্য রাখেন হাজী কাউস মিয়া।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
করের আওতা বাড়িয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ : অর্থমন্ত্রী
ইস্ট ওয়েস্ট মিডিয়া আবারও সেরা করদাতা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর