শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
করের আওতা বাড়িয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ : অর্থমন্ত্রী

ইস্ট ওয়েস্ট মিডিয়া আবারও সেরা করদাতা

নিজস্ব প্রতিবেদক

ইস্ট ওয়েস্ট মিডিয়া আবারও সেরা করদাতা

গতকাল হোটেল র‌্যাডিসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উপস্থিতিতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক আবদুল মান্নান সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা গ্রহণ করেন -বাংলাদেশ প্রতিদিন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এসব কথা বলেছেন, করের হার বাড়াব না। করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। গতকালের অনুষ্ঠানে সর্বোচ্চ ও দীর্ঘ সময়ে কর প্রদান করায় জাতীয়ভাবে ব্যক্তি পর্যায়ে ৭৫ ব্যক্তি, কোম্পানি পর্যায়ে ৫৭ প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্যাটাগরিতে ১০ জনকে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া এলাকা ভিত্তিক উল্লেখযোগ্য আরও কিছু ব্যক্তিকে একই সম্মাননা দেওয়া হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এভাবে চললে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ তাইওয়ানকে পিছনে ফেলে এগিয়ে যাবে। ২০১৮-১৯ করবর্ষের জন্য দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) আবারও শীর্ষ কর দাতা হিসেবে নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-মহাব্যবস্থাপক আবদুল মান্নান। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইডব্লিউএমজিএল পরপর গত তিন বছরের পর এবারেও সেরা কর দাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এই প্রতিষ্ঠানের মালিকাধীন ছয়টি গণমাধ্যম প্রতিষ্ঠান হলো- বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইংরেজি পত্রিকা ডেইলি সান, অন লাইন পত্রিকা বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন এবং রেডিও ক্যাপিটাল। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবার এর আগে কর বাহাদুর পরিবার হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যানের অনুরোধে বক্তব্য রাখেন হাজী কাউস মিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর