মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নেতৃত্ব দেওয়া শিক্ষকরা তদবিরে ব্যস্ত

- আ আ ম স আরেফিন সিদ্দিক

নেতৃত্ব দেওয়া শিক্ষকরা তদবিরে ব্যস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শিক্ষকসমাজের দিকে আঙ্গুল উঠলে তা আমাদের জন্য লজ্জার। অনেক শিক্ষক নিভৃতে নতুন জ্ঞান তৈরি ও বিতরণ করে চলেছেন। নেতৃত্বে আছেন এমন কতিপয় শিক্ষককে তদবিরে ব্যস্ত থাকতে দেখা যায়। পাঠদান বাদ দিয়ে মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপে তাদের সময় চলে যায়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে আসীন থেকে যে কথাগুলো বলেছেন তা বাস্তবতার প্রতিফলন। তিনি সহজ-সরল ভাষায় যখন বলেন তা সবার বোধগম্য হয়। শিক্ষক সব সময় অনুকরণীয় হবেন। তিনি আত্মমর্যাদা, সম্মান নিয়ে চলবেন। তিনি যদি পদ-পদবির জন্য দৌড়ঝাঁপ করেন তা কাক্সিক্ষত নয়। এতে শিক্ষকদের মর্যাদা ভূলুণ্ঠিত হয়। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজেদের স্বার্থে শিক্ষকসমাজকে অপমানিত করার অধিকার কারও নেই।

 

সর্বশেষ খবর