শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তারল্য সংকট কাটাতে হবে

-শাকিল রিজভী

তারল্য সংকট কাটাতে হবে

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি শাকিল রিজভী বলেছেন, শেয়ারবাজারের এখন মূল সংকট তারল্য। নগদ অর্থ প্রবাহ না থাকায় বাজার স্থিতিশীল হচ্ছে না। ব্যাংক ঋণের প্রবাহ কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। সূচকের ধারাবাহিক পতনে অনেকের মধ্যে বিনিয়োগকারীরা হতাশ। ফলে বিক্রির চাপ বেড়েছে। গত কয়েকদিন ধরে বিদেশিরাও শেয়ার ছেড়ে দিচ্ছে। এটা হতাশা থেকে। তবে এখন পরিস্থিতি উন্নতির দিকে। কয়েকদিনের মধ্যে আরও ভালো হবে শেয়ারবাজার। বাংলাদেশ প্রতিদিনকে শাকিল রিজভী বলেন, বাজারের মন্দাভাব অনেক দিন ধরে। তবে মন্দাভাব থাকবে না। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। বেশকিছু ভালো পদক্ষেপের কথা ঘোষণা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাজার শক্তিশালী হয়ে উঠবে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে শেয়ারবাজার থেকে। তারা এখন শেয়ার ধরে রাখতে চাইছে না। প্রতিদিন বিক্রি করছে। মৌলভিত্তির কোম্পানিগুলোর দর এ কারণে কমছে। তবে বিদেশি বিনিয়োগকারীরা আবার কেনা শুরু করলে বাজার ঘুরে দাঁড়াবে। তিনি আরও বলেন, বাজারে এখন আস্থার সংকটই সবচেয়ে বেশি। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও হতাশ হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এ ছাড়া তারল্য সংকটও একটি বড় কারণ। নগদ অর্থের সরবরাহ করা ছাড়া এই পরিস্থিতির উন্নতি হবে না। সাম্প্রতিক সংকটের মূল কারণ তারল্য প্রবাহ। গত কয়েক মাসে বিপুল পরিমাণ অর্থ বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। একাধিক কোম্পানির প্লেসমেন্ট শেয়ারের লকইন উঠে যাওয়ায় পরিচালকরা শেয়ার বিক্রি করে দিয়েছেন।

এতে তারল্য সংকট বেড়েছে। অন্যদিকে হাতে অর্থ থাকা সত্ত্বেও ব্যাংকগুলো বিনিয়োগ করেনি। বেসরকারি ঋণপ্রবাহ কমেছে। এসব সংকট বিনিয়োগকারীদের হতাশ করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর