যশোরে প্রাইভেট কার দুর্ঘটনায় একই পরিবারের দুই বোন ও ভাবি নিহত এবং শিশুসহ চারজন আহত হয়েছেন। আর কিশোরগঞ্জের বাজিতপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের ইমাম মারা গেছেন। এ ছাড়া বাসচাপায় ধামরাইয়ে পথচারী ও সিলেটে ‘স্পিডব্রেকারে’ প্রাণ গেছে কলেজছাত্রের। পঞ্চগড়ে ‘ইত্যাদি’র অনুষ্ঠান ধারণ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সুপার কার্যালয়ের অফিস সহকারী নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- যশোর : শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যশোর শহরের শহীদ মসিয়ুর রহমান সড়কের পাশে একটি প্রাচীর ও বিদ্যুতের খাম্বার সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লেগে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কারে থাকা এক শিশুসহ চারজন। নিহতরা হলেন যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ এলাকার ইয়াসিন আলীর মেয়ে তানজিলা ইয়াসমিন (২৮) ও তনিমা ইয়াসমিন পিয়াসা (২৫) এবং তাদের খালাতো ভাই আরএন রোডের মঞ্জুর হোসেনের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথি (২৬)। আহতরা হলেন পিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি (২৮), আফরোজা তাবাসসুম তিথির মেয়ে মানিজুর (৩), শাহিন হোসেন (২৩) ও হৃদয় (২৮)। নিহত পিয়াসার মামা শাহিনুর রহমান ঠান্ডু বলেন, ‘শহরের লোন অফিস পাড়ার ব্যবসায়ী শফিকুল ইসলাম জ্যোতির সঙ্গে দেড় বছর আগে পিয়াসার বিয়ে হয়। ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পিয়াসাকে তুলে নেওয়ার কথা ছিল। সেজন্য জ্যোতির বাড়িতে আলোকসজ্জা করা হয়। পিয়াসা রাতে ফোন করে জ্যোতিকে জানান, তারা আলোকসজ্জা দেখতে ও শহরে ঘুরতে চান। সে কারণে শুক্রবার রাত ১০টার দিকে জ্যোতি তার প্রাইভেট কার নিয়ে ঘুরতে বের হন। গাড়িতে পিয়াসা, পিয়াসার বোন তানজিলা, খালাতো ভাইয়ের স্ত্রী তিথি, তার মেয়ে মানিজুর এবং জ্যোতির দুই বন্ধু হৃদয় ও শাহিন ছিলেন। রাতে জ্যোতির বাড়ির আলোকসজ্জা দেখে শহরের বেশকিছু স্বজনকে দাওয়াত দিয়ে মধ্যরাতের দিকে তারা শহরের পালবাড়ী এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে পুরনো কসবা শহীদ মসিয়ুর রহমান সড়কের আকিজের গলির পাশে একটি বিল্ডিংয়ের প্রাচীর ও বিদ্যুতের খাম্বায় সজোরে আঘাত করে প্রাইভেট কারটি। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গাড়িতে থাকা অন্য সবাই কমবেশি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তিনজন মারা যান। আহত শিশুটি আশঙ্কামুক্ত। কিশোরগঞ্জ : গতকাল দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বাজিতপুর উপজেলার জামতলীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাওলানা আবদুল আজিজ (৫০) নামে মসজিদের এক ইমাম মারা গেছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বড়ভাগ গ্রামের আবদুল গফুরের ছেলে এবং কুলিয়ার চর উপজেলার ছয়সূতি মাটিকাটা জামে মসজিদের ইমাম। ওয়াজ মাহফিলের চাঁদা তোলার জন্য মোটরসাইকেলের পেছনে বসে কর্মস্থল থেকে তিনি কটিয়াদী যাচ্ছিলেন। ধামরাই (ঢাকা) : ‘নীলাচল’ নামে একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর সেতু পার হওয়ার সময় ইমরানকে (১২) চাপা দেয়। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ইমরান হোসেন শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। সিলেট : সড়কের স্পিডব্রেকারে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারানোয় প্রাণ গেছে এমসি কলেজের নয়ন দাস নামে এক ছাত্রের। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাত ১১টার দিকে টিলাগড়ের এমসি কলেজ ছাত্রীনিবাসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন দাস ইরেশ দাসের ছেলে ও এমসি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। এর প্রতিবাদে গতকাল এমসি কলেজের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পঞ্চগড় : তেঁতুলিয়ায় বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র শ্যুটিং দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের অফিস সহকারী দাইমুল ইসলাম (৫৩)। শুক্রবার বিকালে তিনি ছেলেকে নিয়ে তেঁতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইত্যাদির দর্শক পর্বের শ্যুটিং দেখতে গিয়েছিলেন।
শিরোনাম
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- বাস–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
সড়ক দুর্ঘটনা
কনেসহ পরিবারের তিন নারীর গেল প্রাণ
সিলেটে কলেজছাত্রের মৃত্যুতে অবরোধ বাজিতপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের ইমাম বাসচাপায় ধামরাইয়ে পথচারী নিহত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর