সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

বাদুড়ের অভয়ারণ্য দিনাজপুরের গ্রাম

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

বাদুড়ের অভয়ারণ্য দিনাজপুরের গ্রাম

দিনাজপুর শহরে থেকে সিকদারহাট সড়কের লিচুখ্যাত মাসিমপুর কবরস্থানে শতবর্ষীয় কয়েকটি পুরনো গাছে হাজার হাজার বাদুড়ের বসবাস। এটা এদের অভয়ারণ্য। গাছের ডালে ডালে, পাতায় পাতায় গড়ে উঠেছে বাদুড়ের নিরাপদ আবাস। সকালে কিংবা বিকাল-সন্ধ্যায় এখানে দেখা মেলে হাজার হাজার বাদুড়ের। বাদুড় দিনে চলাফেরা করতে পারে না, রাতের আঁধারে চলে। তাই সন্ধ্যা হলেই এসব বাদুড় খাবারের সন্ধানে চলে যায় দূর-দুরান্তে। সকাল হওয়ার আগেই আবার ফিরে আসে। দিনের বেলায় এরা গাছের ছায়ায় উল্টো হয়ে ঝুলে থাকে। মাসিমপুরের কলেজ ছাত্র নাঈম ইসলামসহ অনেকেই জানান, এ এলাকায় এত বাদুড় একসঙ্গে বসবাস করছে অনেক বছর ধরে। এলাকার মানুষ প্রকৃতির এই প্রাণির উপর বিরক্ত নয়। এরা দিনে শতবর্ষী গাছে উল্টো হয়ে ঝুলে থাকে। রাতে এরা বের হয় খাবারের সন্ধানে। স্থানীয় শিক্ষক মোসাদ্দেক হোসেন কয়েকজন জানান, লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরের মাসিমপুর কবরস্থানের বড় বড় বট-পাকুড়সহ বিভিন্ন গাছে রয়েছে বাদুড়ের বসবাস। রাস্তার পাশ দিয়ে চলাচলের সময় মানুষ এদের কোনোরকম বিরক্ত করে না। ফলে এরা নিরাপদে বসবাস করে।

সর্বশেষ খবর