রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চসিক নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত ৭ ফেব্রুয়ারি

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে ৭ ফেব্রুয়ারি। ওইদিন চট্টগ্রাম সিটি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের। এতে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কর্মকর্তাদের। তবে নির্বাচন কমিশনের ওই বৈঠকেই চসিক নির্বাচন মার্চ নাকি এপ্রিল মাসের মধ্যে হবে সে বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে গতকাল । এই নির্বাচনের সব কার্যক্রম শেষ করেই রাজধানীর দুই সিটি নির্বাচনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়েই কমিশন পুরোদমে ব্যস্ত প্রস্তুতি শুরু করবে।  এরই মধ্যে চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে জেলা নির্বাচন অফিস পুরোদমে প্রস্তুতি শুরু করেছে। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে ইতিমধ্যে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। ৭১৯টির মতো ভোট কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করেছি। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশর নির্বাচন ঘনিয়ে আসায় মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বর্তমান মেয়রসহ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির একাধিক প্রার্থীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

সর্বশেষ খবর