বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

নববর্ষের আয়োজন বন্ধ, ডিজিটাল পদ্ধতিতে উদযাপন

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে এবার নববর্ষে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না। মহামারী প্রতিরোধে গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।  তিনি বলেন, আমি মনে করি ডিজিটাল পদ্ধতিতেই আপনারা নববর্ষের অনুষ্ঠান করতে পারেন। সেখানে সবাই যথাযথ আকারে করুন। কিন্তু বিশাল জনসমাগম করে এই অনুষ্ঠান- সারা বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এটা আমার বিশেষ অনুরোধ।

প্রধানমন্ত্রী বলেন, কষ্ট বেশি লাগছে আমার। এটা ঠিক যে নববর্ষের উৎসব এটা আমরাই শুরু করেছিলাম অনেক বাধা-বিঘœ অতিক্রম করে। কিন্তু আজকে সেটাও আমাকে বন্ধ রাখতে হচ্ছে। মানুষের কল্যাণের দিকে তাকিয়েই কিন্তু এটা আমি বন্ধ রাখছি। কাজেই নববর্ষের অনুষ্ঠান আপনারা করবেন না। এটা আপনারা মনে রাখবেন। আসছে ১৪ এপ্রিল শুরু হবে  নতুন বছর, বঙ্গাব্দ ১৪২৭। নতুন বছরে পুরনো সব জীর্ণতা মুছে যাবে- এই প্রত্যাশা নিয়ে প্রতি বছর নানা আয়োজনে বৈশাখের প্রথম দিনটি উদযাপন করে বাংলাদেশের মানুষ। বৈশাখের প্রথম সকালে চারুকলায় হয় ‘মঙ্গল শোভাযাত্রা’।

সর্বশেষ খবর