বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

আজ কালের মধ্যে গণস্বাস্থ্যের কিটের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

আজকালের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন জমা দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ প্রতিবেদন গতকাল দেওয়ার কথা ছিল।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, কাজ শেষ করতে আরও সময় লাগবে। এ সম্পর্কিত কমিটি আগামী ১৭ বা ১৮ জুনের মধ্যে ঔষধ প্রশাসন অধিদফতরকে কিটের প্রতিবেদন জমা দিতে পারবে। উল্লেখ্য, গণবিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন ও ড. ফিরোজ আহমেদের সমন্বয়ে বাংলাদেশি বিজ্ঞানীদের একটি দল অ্যান্টিবডি কিট তৈরি করেছেন। তারা একটি অ্যান্টিজেন কিটও তৈরি করেছেন। গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।

সর্বশেষ খবর