বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা
করোনাভাইরাস

বিশ্বজুড়ে মৃত ৫ লাখ ৮২ হাজার ৭৮৪

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮২ হাজার ৭৮৪-এ। গতকাল রাত ৯টা পর্যন্ত এ পরিসংখ্যান উঠে এসেছে বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটার। এ ছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৫৯৭-এ। তথ্যানুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখের বেশি মানুষ। মারা গেছেন ৭৪ হাজার ৩৩৬ জন। এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ৫৬ হাজার ৯৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭০৩ জনের। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩১৪ জনের।

গত বছরের ডিসেম্বরে চীনে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টির বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সর্বশেষ খবর