শিরোনাম
সোমবার, ১০ আগস্ট, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

করোনা রোগীর সেবায় থাকবে রোবট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

করোনা রোগীর সেবায় থাকবে রোবট

করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যকর্মী কিংবা চিকিৎসকের পরিবর্তে আক্রান্ত রোগীর সেবায় নিয়োজিত থাকবে রোবট। এমনই এক রোবট তৈরি শেষে পর্যবেক্ষণে রেখেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। তারা বলছেন, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডগুলোতে এর চূড়ান্ত অনুশীলন শেষে বাণিজ্যিকভিত্তিতে এ রোবট তৈরি করা হবে। এখন শুধু অপেক্ষা হাসপাতাল ট্রায়ালের।

করোনা মোকাবিলায় চিকিৎসাসেবা দিতে সক্ষম এ রোবটটির নাম দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা বীরপ্রতীক ডাক্তার সিতারা বেগমের নামে। রুয়েটের সাবেক কয়েকজন শিক্ষার্থী এবং অন্যান্য প্রকৌশলীদের গত তিন মাসের চেষ্টায় দেশীয় প্রযুক্তির সহায়তায় তৈরি হয়েছে এ রোবট। উদ্দেশ্য করোনা চিকিৎসাসেবার সঙ্গে জড়িতদের স্বাস্থ্য ঝুঁকি কমানো।  টিম লিডার ফারজাদুল ইসলাম মিরন জানান, তারা দেখছেন করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। সেই ঝুঁকি কমাতে তারা বিকল্প চিন্তা নিয়ে কাজ শুরু করেন। রোবটটি এ বিকল্প চিন্তার ফল। রোবটটি একই সঙ্গে করোনা আক্রান্ত রোগীকে ওষুধ, পথ্য দেওয়া, শরীরের তাপমাত্রা মাপা, সরাসরি চিকিৎসকের কাছে রোগীর ভিডিও ছবি ও বার্তা আদান-প্রদান করতে সক্ষম। বর্তমানে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে এটির ট্রায়াল চলছে। প্রকল্প ব্যবস্থাপক সাহিদা আফরিন জানান, শিগগিরই এটি হাসপাতালে পরীক্ষামূলক সেবা দেওয়া শুরু করবে। তারা ইতিমধ্যে বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের সঙ্গে এ নিয়ে চুক্তি করেছেন। সাতজন প্রকৌশলীর উদ্যোগে তৈরি হওয়া রোবটটি পর্যবেক্ষণ শেষে শিগগিরই বাণিজ্যিক উদ্দেশ্যে স্বল্প মূল্যে বাজারজাত করতে চান উদ্ভাবকরা।

সর্বশেষ খবর