সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানভীর আহমদ (২০) নামে ওই যুবক মারা যান। তানভীর সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালেহপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
তানভীরের বাবা শফিক মিয়া জানান, একই গ্রামের আবদুল গণির সঙ্গে তার ছেলেদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে বুধবার আবদুল গণির ছেলে ও ভাতিজারা তানভীরের ওপর হামলা চালায়। তারা তানভীরের মাথা ও ঘাড়ে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে সে মারা যায়।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি এস এম শাহাদত হোসেন জানান, জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের
হামলায় তানভীর নামে এক যুবক নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য তানভীরের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।