শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

র‌্যাগ-ডে নিষিদ্ধ করেনি ঢাবি হবে নীতিমালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যাগ-ডে নিষিদ্ধ হয়েছে- এমন তথ্য দিয়ে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল। গতকাল একই দফতর থেকে পাঠানো সংশোধিত আরেকটি বিজ্ঞপ্তিতে র‌্যাগ-ডে নিষিদ্ধ নয় বরং এ বিষয়ে নীতিমালা করার কথা জানানো হয়েছে। বুধবারের ওই বিজ্ঞপ্তিতে র‌্যাগ-ডেকে ‘অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত’ আখ্যা দিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে একে নিষিদ্ধ করার কথা জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টির পর ‘নিষিদ্ধের বিষয়টি অসাবধানতাবশত ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে’ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে দুঃখ প্রকাশও করেছেন তারা। গতকাল জনসংযোগ দফতরের সংশোধিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল বুধবার জনসংযোগ দফতর কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাগ-ডে নিষিদ্ধসংক্রান্ত তথ্যটি অসাবধানতাবশত ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এজন্য দুঃখিত।’ র‌্যাগ-ডে নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মূলত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছিল নিম্নরূপ : র‌্যাগ-ডে পালন নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অনাকাক্সিক্ষত, অমানবিক, অসৌজন্যমূলক, শৃঙ্খলা-পরিপন্থী কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, তৎপ্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখার জন্য বলা হয়। ‘শিক্ষা সমাপনী’, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান/উৎসব/বর্ণাঢ্য র‌্যালি ইত্যাদি আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে।’ এজন্য উপ-উপাচার্য (প্রশাসন)-কে আহ্বায়ক করে একটি কমিটি গঠনের কথাও বলা হয় এতে।

উল্লেখ্য, স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণির পাঠ্য কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি দিনে তা উদ্যাপনের আয়োজন করে থাকেন। এটি-ই র‌্যাগ-ডে নামে পরিচিত। তবে র‌্যাগ-ডেতে অনেক সময় উচ্চ শব্দে গান বাজানো হয়। অনেক শিক্ষার্থীর অভিযোগ, এর মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক শিক্ষার পরিবেশে বিঘ্ন ঘটে।

সর্বশেষ খবর