স্বাধীনতার ৪৯ বছর পর দৃশ্যমান হলো পাকিস্তানি হানাদারদের হাতে বাঙালি হত্যার নিদর্শন কুয়াটি। এর পাশে থাকা বড়াই গাছটিতে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হতো স্বাধীনতাকামী বাঙালিদের। তারপর হত্যা করে ফেলে দেওয়া হতো কুয়ার ভিতরে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারেরা রংপুর টাউন হলকে বানিয়েছিল টর্চার ক্যাম্প। স্বাধীনতার দীর্ঘদিন পরে হলেও সম্প্রতি ওই স্থানটি বধ্যভূমি হিসেবে চিহ্নিত করে নির্মাণ করা হচ্ছে স্মৃতিসৌধ। গতকাল নির্মাণ কাজের জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে আসে নির্যাতনের চিহ্ন কুয়াটি। সেখান থেকে মানুষের দুটি দাঁতও পাওয়া গেছে। কুয়াটি পুরোপুরি খোঁড়া হলেও পাকিস্তানিদের হাতে হত্যার শিকার মানুষের হাড়ও পাওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের পুরো ৯ মাস মুক্তিকামী বাঙালিদের ধরে এনে টাউন হলে চালানো হতো নির্মম নির্যাতন। আর আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করা হতো। পরে একসময় তাদের হত্যা করা হতো। টাউন হল সংলগ্ন উত্তর পাশে ছিল বড় পাকা কুয়া। এর পাশে থাকা বড়াই গাছের ডালে ঝুলিয়ে মানুষগুলোকে নির্মমভাবে নির্যাতন করা হতো। এরপর একসময় তাদের হত্যা করে বড়াই গাছের নিচে কুয়া অথবা পাশের তৎকালীন উদ্ভিদ উদ্যান কেন্দ্র (বর্তমানে চিড়িয়াখানা) আমবাগানে মাটি চাপা দিয়ে রেখে দিত। বিজয় দিবসের পরদিন ১৭ ডিসেম্বর অনেকেই আম বাগানে অসংখ্য গলিত এবং অর্ধগলিত লাশ দেখেছেন। কাল পরিক্রমায় কুয়াটি একসময় নিশ্চিহ্ন হয়ে যায়। ওই স্থানটিকে বধ্যভূমি হিসেবে চিহ্নিত করে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডি এই স্মৃতিসৌধ নির্মাণ করছে। স্থানীয় মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, যে স্থানটিতে স্মৃতিসৌধ হচ্ছে ওইস্থানে পাকিস্তানি হানাদাররা বাঙালিদের ধরে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করত। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর সেখান থেকে মুক্তিযোদ্ধারা ১৪৭টি মানুষের মাথার খুলি উদ্ধার করেছিল।
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
৪৯ বছর পর দৃশ্যমান হানাদার বাহিনীর হত্যার নিদর্শন কুয়া
মিলেছে মানুষের দাঁত, পাওয়া যেতে পারে অসংখ্য কঙ্কাল
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর