বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল মিয়ানমার

সু চির বিরুদ্ধে আরেক মামলা, নতুন নির্বাচনের ঘোষণা জান্তার

প্রতিদিন ডেস্ক

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল মিয়ানমার

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভে লাখো মানুষ -সিএনএন

মিয়ানমারে রিমান্ডে থাকার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতাচ্যুত এনএলডি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে পুলিশ নতুন মামলা দিয়েছে। এদিকে সামরিক শাসনবিরোধী বিক্ষোভের ১১তম দিনে জনতা গতকাল দেশটির রাজধানীসহ বিভিন্ন শহরের আরও বড় ধরনের বিক্ষোভ করেছে। এতে লাখ লাখ মানুষ অংশ নেয়। এ উত্তাল পরিস্থিতিতে সামরিক জান্তার তরফে ঘোষণা দেওয়া হয়েছে তারা ক্ষমতা হস্তান্তর করবে, তবে সেটা নতুন নির্বাচনের পর যারা বিজয়ী হবে তাদের কাছে। সূত্র : বিবিসি, রয়টার্স, আলজাজিরা। প্রাপ্ত খবরে জানা গেছে, অং সান সু চির বিরুদ্ধে এবার ফৌজদারি অপরাধের দ্বিতীয় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভিডিওকলের মাধ্যমে সু চিকে রাজধানী নেপিদোর একটি আদালতে উপস্থাপন করা হয়। আদালত থেকে সু চিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে বারবার তাঁর আইনি ব্যবস্থার আয়োজন এবং আদালতে কে বা কারা তাঁর প্রতিনিধিত্ব করবেন সে সম্পর্কে প্রশ্ন করা হয় এবং তিনি তার উত্তর দেন।

গতকাল তাঁর পুলিশ রিমান্ডের দিন শেষ হয়। সু চির বিরুদ্ধে নতুন কী অভিযোগ দায়ের করা হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সম্ভবত মিয়ানমার পুলিশ তাঁর বিরুদ্ধে ‘নেচারাল ডিজাস্টার ল’ লঙ্ঘনের অভিযোগ এনেছে বলে ধারণা করা হচ্ছে।

বড় বিক্ষোভে জনতা : মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাতে জনগণের সমর্থন আছে বলে দেশটির সেনাবাহিনী যে ভাষ্য হাজির করেছে তার বিরুদ্ধে গতকাল ইয়াঙ্গুনে বড় ধরনের প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এতে লাখ লাখ মানুষ সমবেত হয়। খিন নামের এক বিক্ষোভকারী সাংবাদিকদের বলেন, ‘তারা (সামরিক জান্তা) যা বলছে তা পুরোপুরি অসত্য। আমি তাদের কথা কোনোভাবেই বিশ্বাস করি না। তারা বলছে যে ভোটে জালিয়াতি হয়েছে কিন্তু দেখুন এখানে কত লোক।’

উল্লেখ্য, দেশটিতে ৬ ফেব্রুয়ারি থেকে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে টানা আন্দোলন চলছে। অভ্যুত্থানের প্রতিবাদে ইয়াঙ্গুন ও মিয়ানমারের অন্যত্র গাড়িচালকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ‘ব্রোকেন ডাউন কার ক্যাম্পেইন’ চালাচ্ছেন। এর মাধ্যমে বনেট তোলা স্থবির গাড়িগুলোকে বিভিন্ন সড়ক ও সেতুতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় যেন পুলিশ ও সামরিক বাহিনীর ট্রাকগুলো বাধা পায়। এদের একজন ২৬ বছর বয়সী কো ইয়ে ‘ব্রেক ডাউন’ বিক্ষোভে অংশ নিয়ে বলেন, ‘আমরা সত্যটা চাই। সত্য হচ্ছে গণতন্ত্র এবং অং সান সু চি ও প্রেসিডেন্ট উয়িন মিন্টের মুক্তি।’ জান্তার ঘোষণা : রাজধানী নেপিদোয় সংবাদ সম্মেলনে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জও মিন তুন জানান, ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকতে নয় বরং নতুন নির্বাচনের আয়োজন করে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করাই সামরিক বাহিনীর লক্ষ্য।’ তুন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য একটিই- নির্বাচনের আয়োজন করা এবং বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর। সেনাবাহিনী দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকবে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি নির্বাচন হবেই।’ তবে কবে নাগাদ নির্বাচন হতে পারে সে সম্পর্কে কোনো তথ্য তিনি দেননি। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাতের পর এটাই সেনাবাহিনীর প্রথম সংবাদ সম্মেলন। মঙ্গলবার প্রায় দুই ঘণ্টা ধরে সেনাবাহিনীর এ সংবাদ সম্মেলন চলে। যা ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়। সংবাদ সম্মেলনে এনএলডি নেতা অং সান সু চি ও প্রেসিডেন্ট উয়িন মিন্টকে আটকে রাখার বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে ব্রিগেডিয়ার তুন বলেন, ‘তাদের আটকে রাখা হয়নি। বরং বিশৃঙ্খল এই সময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ বাড়িতে রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মিয়ানমারের বৈদেশিক নীতিতেও কোনো পরিবর্তন আনা হয়নি। তা এখনো আগের মতোই আছে এবং বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির দ্বার খোলা আছে।’ তিনি বিক্ষোভ সম্পর্কে বলেন, ‘বিক্ষোভকারীদের হাতে আহত এক পুলিশও মারা গেছেন। আমরা ধৈর্যসহকারে অপেক্ষা করছি। প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

সর্বশেষ খবর