মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নজরকাড়া সূর্যমুখী

মানিকগঞ্জ প্রতিনিধি

নজরকাড়া সূর্যমুখী

মানিকগঞ্জে সূর্যমুখী ফুল দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন কৃষিজমিতে। সূর্যমূখী ফুলচাষ অধিক লাভজনক হওয়ায়  কৃষক সূর্যমুখী ফুল চাষ করছেন। সুন্দর ও বড় বড় ফুল নজর কেড়েছে ফুলপ্রেমীদের। এই নজরকাড়া ফুল দেখতে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুড়িতে কৃষক আসাদুজ্জামান  সরিষার  পরিবর্তে এবার আড়াই বিঘা জমিতে সূর্যমুখী ফুল চাষ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের ফলন খুব ভালো  হয়েছে। দর্শকদের ভিড়ে অনেক ফুল ও ফুলের গাছ নষ্টও হচ্ছে। তবে জমির মালিক এতে বাধা দিচ্ছেন না। বরং দর্শনার্থীর আগমনে তিনিও আনন্দিত। ফুল চাষে সরিষার চেয়ে দ্বিগুণ লাভ হওয়ায় আগামীতে বেশি করে সূর্যমুখী ফুল চাষের পরিকল্পনা করছেন তিনি। আর দর্শনার্থীরা বলছেন আগে কখনো এত সুন্দর ফুল তারা দেখেননি। তাই বারবার দেখতে আসেন। লাভজনক হওয়ায় আগামীতে অধিক জমিতে সূর্যমুখী ফুল চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সঙ্গে ফুলপ্রেমীরা খুঁজে পাবেন নতুন ঠিকানা।

সূর্যমুখী ফুল দেখতে আসা রুমী ও ঝিনুক বলেন, আমরা মানিকগঞ্জ শহরের কলেজে পড়ি। শহরে দেখার মতো কিছুই নেই। নেই কোনো ধরনের পার্ক বা বিনোদনের জায়গা। লোকমুখে শুনে দেখতে এসেছি। যা শুনেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর এই  সূর্যমুখী ফুলখেত। প্রায় ১২ কিলোমিটার দূর থেকে এসেছি। আমরা আবার আসব। এ ছাড়া নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন বয়সের  লোকজন ফুল দেখতে ভিড় করছেন এই খেতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর