আমাদের দেশে খুবই পরিচিত একটি পাখি টিয়া। অনেকেই বাসাবাড়িতে শখ করে এই পাখি খাঁচায় বন্দী করে রাখেন। আবার অনেকে রাস্তার পাশে বসে এই টিয়া পাখি দিয়ে মানুষের ভাগ্য গণনা করে নিজের আহার জোগান। বাংলাদেশে মোট ৬ প্রজাতির টিয়া পাওয়া যায়। এদেরই এক প্রজাতি বাসন্তী লটকনটিয়া। এরা লাল ঠোঁট ও সবুজ দেহের সুন্দর গোলগাল পাখি। এদের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে নামের এক অদ্ভুত মিল রয়েছে। গাছের সরু ডাল বা লতা-পাতায় উল্টো হয়ে লটকে থাকে। তাই এদের নামের সঙ্গে যোগ হয়েছে লটকন। অঞ্চল ভেদে ঝুলনটিয়া, লেজকাটা টিয়া, পাতাটিয়া, ফুলটিয়া ও জোকারটিয়া নামেও পরিচিত। এদের ইংরেজি নাম Vernal Hanging Parrot. আর বৈজ্ঞানিক নাম Loriculus vernalis. এরা দুর্লভ আবাসিক পাখি। চট্টগ্রামের ফটিকছড়ি হাজারি খিল বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে এই পাখির ছবি তুলেছেন শৌখিন ফটোগ্রাফার রাশেদ খান। পাখি বিশারদররা জানান, বাসন্তী লটকনটিয়ার লেজ খাটো। লেজের পেছনে কিছু পালক লাল। দৈর্ঘ্য ১৪ সেন্টিমিটার। গায়ের রং হলুদাভ ও পাতা সবুজ। পুরুষ পাখির গলা-বুকের উপরিভাগ নীল। চোখের বৃত্ত হলুদ। ঠোঁট লালচে-কমলা। ঠোঁটের আগা হলুদাভ। পা ও পাতা কমলা-হলুদ। এরা সচরাচর দলবদ্ধভাবে বা ঝাঁকে বিচরণ করে। এদের খাদ্য তালিকায় আছে ডুমুর ফল, বট ফল, বাঁশ বীজ ও ফুলের মিষ্টি রস। জানুয়ারি থেকে জুন মাস এদের প্রজনন সময়। এ সময় এরা গাছের খোঁড়লে বাসা বাঁধে। ডিম পাড়ে ২ থেকে ৪টি। রং চকচকে সাদা। স্ত্রী ও পুরুষ উভয়ে মিলে পালা করে ডিমে তা দেয়। ১৪ থেকে ১৭ দিনে ডিম ফুটে ছানা বের হয়। খোঁড়ল থেকে ছানা বের হতে সময় লাগে ১৮ থেকে ২২ দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান বলেন, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন, পাহাড়, টিলা ও চা বাগানে এদের দেখা যায়। দিনে দিনে এরা দুর্লভ হয়ে যাচ্ছে। মানুষ এদের খাঁচায় বন্দী করে পোষে। তবে সংখ্যায় খুব বেশি নয়। মূলত এরা ফুল খায়। বনাঞ্চলে খাবার ও আবাসস্থল কমে যাওয়ায় এদের সংখ্যা কমে যাচ্ছে।
শিরোনাম
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
প্রকৃতি
দুর্লভ আবাসিক পাখি বাসন্তী লটকনটিয়া
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর