আমাদের দেশে খুবই পরিচিত একটি পাখি টিয়া। অনেকেই বাসাবাড়িতে শখ করে এই পাখি খাঁচায় বন্দী করে রাখেন। আবার অনেকে রাস্তার পাশে বসে এই টিয়া পাখি দিয়ে মানুষের ভাগ্য গণনা করে নিজের আহার জোগান। বাংলাদেশে মোট ৬ প্রজাতির টিয়া পাওয়া যায়। এদেরই এক প্রজাতি বাসন্তী লটকনটিয়া। এরা লাল ঠোঁট ও সবুজ দেহের সুন্দর গোলগাল পাখি। এদের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে নামের এক অদ্ভুত মিল রয়েছে। গাছের সরু ডাল বা লতা-পাতায় উল্টো হয়ে লটকে থাকে। তাই এদের নামের সঙ্গে যোগ হয়েছে লটকন। অঞ্চল ভেদে ঝুলনটিয়া, লেজকাটা টিয়া, পাতাটিয়া, ফুলটিয়া ও জোকারটিয়া নামেও পরিচিত। এদের ইংরেজি নাম Vernal Hanging Parrot. আর বৈজ্ঞানিক নাম Loriculus vernalis. এরা দুর্লভ আবাসিক পাখি। চট্টগ্রামের ফটিকছড়ি হাজারি খিল বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে এই পাখির ছবি তুলেছেন শৌখিন ফটোগ্রাফার রাশেদ খান। পাখি বিশারদররা জানান, বাসন্তী লটকনটিয়ার লেজ খাটো। লেজের পেছনে কিছু পালক লাল। দৈর্ঘ্য ১৪ সেন্টিমিটার। গায়ের রং হলুদাভ ও পাতা সবুজ। পুরুষ পাখির গলা-বুকের উপরিভাগ নীল। চোখের বৃত্ত হলুদ। ঠোঁট লালচে-কমলা। ঠোঁটের আগা হলুদাভ। পা ও পাতা কমলা-হলুদ। এরা সচরাচর দলবদ্ধভাবে বা ঝাঁকে বিচরণ করে। এদের খাদ্য তালিকায় আছে ডুমুর ফল, বট ফল, বাঁশ বীজ ও ফুলের মিষ্টি রস। জানুয়ারি থেকে জুন মাস এদের প্রজনন সময়। এ সময় এরা গাছের খোঁড়লে বাসা বাঁধে। ডিম পাড়ে ২ থেকে ৪টি। রং চকচকে সাদা। স্ত্রী ও পুরুষ উভয়ে মিলে পালা করে ডিমে তা দেয়। ১৪ থেকে ১৭ দিনে ডিম ফুটে ছানা বের হয়। খোঁড়ল থেকে ছানা বের হতে সময় লাগে ১৮ থেকে ২২ দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান বলেন, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন, পাহাড়, টিলা ও চা বাগানে এদের দেখা যায়। দিনে দিনে এরা দুর্লভ হয়ে যাচ্ছে। মানুষ এদের খাঁচায় বন্দী করে পোষে। তবে সংখ্যায় খুব বেশি নয়। মূলত এরা ফুল খায়। বনাঞ্চলে খাবার ও আবাসস্থল কমে যাওয়ায় এদের সংখ্যা কমে যাচ্ছে।
শিরোনাম
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
প্রকৃতি
দুর্লভ আবাসিক পাখি বাসন্তী লটকনটিয়া
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর