আমাদের দেশে খুবই পরিচিত একটি পাখি টিয়া। অনেকেই বাসাবাড়িতে শখ করে এই পাখি খাঁচায় বন্দী করে রাখেন। আবার অনেকে রাস্তার পাশে বসে এই টিয়া পাখি দিয়ে মানুষের ভাগ্য গণনা করে নিজের আহার জোগান। বাংলাদেশে মোট ৬ প্রজাতির টিয়া পাওয়া যায়। এদেরই এক প্রজাতি বাসন্তী লটকনটিয়া। এরা লাল ঠোঁট ও সবুজ দেহের সুন্দর গোলগাল পাখি। এদের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে নামের এক অদ্ভুত মিল রয়েছে। গাছের সরু ডাল বা লতা-পাতায় উল্টো হয়ে লটকে থাকে। তাই এদের নামের সঙ্গে যোগ হয়েছে লটকন। অঞ্চল ভেদে ঝুলনটিয়া, লেজকাটা টিয়া, পাতাটিয়া, ফুলটিয়া ও জোকারটিয়া নামেও পরিচিত। এদের ইংরেজি নাম Vernal Hanging Parrot. আর বৈজ্ঞানিক নাম Loriculus vernalis. এরা দুর্লভ আবাসিক পাখি। চট্টগ্রামের ফটিকছড়ি হাজারি খিল বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে এই পাখির ছবি তুলেছেন শৌখিন ফটোগ্রাফার রাশেদ খান। পাখি বিশারদররা জানান, বাসন্তী লটকনটিয়ার লেজ খাটো। লেজের পেছনে কিছু পালক লাল। দৈর্ঘ্য ১৪ সেন্টিমিটার। গায়ের রং হলুদাভ ও পাতা সবুজ। পুরুষ পাখির গলা-বুকের উপরিভাগ নীল। চোখের বৃত্ত হলুদ। ঠোঁট লালচে-কমলা। ঠোঁটের আগা হলুদাভ। পা ও পাতা কমলা-হলুদ। এরা সচরাচর দলবদ্ধভাবে বা ঝাঁকে বিচরণ করে। এদের খাদ্য তালিকায় আছে ডুমুর ফল, বট ফল, বাঁশ বীজ ও ফুলের মিষ্টি রস। জানুয়ারি থেকে জুন মাস এদের প্রজনন সময়। এ সময় এরা গাছের খোঁড়লে বাসা বাঁধে। ডিম পাড়ে ২ থেকে ৪টি। রং চকচকে সাদা। স্ত্রী ও পুরুষ উভয়ে মিলে পালা করে ডিমে তা দেয়। ১৪ থেকে ১৭ দিনে ডিম ফুটে ছানা বের হয়। খোঁড়ল থেকে ছানা বের হতে সময় লাগে ১৮ থেকে ২২ দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান বলেন, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন, পাহাড়, টিলা ও চা বাগানে এদের দেখা যায়। দিনে দিনে এরা দুর্লভ হয়ে যাচ্ছে। মানুষ এদের খাঁচায় বন্দী করে পোষে। তবে সংখ্যায় খুব বেশি নয়। মূলত এরা ফুল খায়। বনাঞ্চলে খাবার ও আবাসস্থল কমে যাওয়ায় এদের সংখ্যা কমে যাচ্ছে।
শিরোনাম
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
প্রকৃতি
দুর্লভ আবাসিক পাখি বাসন্তী লটকনটিয়া
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর