বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাশিয়া বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন করতে চায়

জানালেন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

সহ-উৎপাদন ব্যবস্থার আওতায় রাশিয়া বাংলাদেশে স্থানীয় ফার্মাসিউটিক্যালগুলোর সহযোগিতায় তাদের কভিড-১৯ ভ্যাকসিন ‘স্পুটনিক’ উৎপাদনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকে চাহিদা থাকা কভিড ভ্যাকসিন চাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ভ্যাকসিনটি রপ্তানি করার মতো পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা না থাকায় মস্কো বাংলাদেশে ভ্যাকসিনটি উৎপাদনের প্রস্তাব দিয়েছে। আমরা রাশিয়ার সঙ্গে ভ্যাকসিনের সহ-উৎপাদনে তাদের প্রস্তাবে সম্মত হয়েছি। যদিও এখন পর্যন্ত বিষয়টি চূড়ান্ত হয়নি। বাসস।

সর্বশেষ খবর