দেশে করোনাভাইরাস সংক্রমণ হার ১৬ এপ্রিলের পর থেকে টানা কমছে। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার কমেছে ১ দশমিক ৭৮ শতাংশ। তবে দিনের ব্যবধানে আবারও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিলেন ৯১ জন। অবশ্য, ১৯ এপ্রিল এক দিনেই রেকর্ডসংখ্যক ১১২ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ২৮০ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ। এর আগে গত ১৬ এপ্রিল ২৩ দশমিক ৩৬ শতাংশ, ১৭ এপ্রিল ২১ দশমিক ৪৬ শতাংশ, ১৮ এপ্রিল ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ, ১৯ এপ্রিল ১৭ দশমিক ৬৮ শতাংশ ও ২০ এপ্রিল ১৬ দশমিক ৮৫ শতাংশ সংক্রমণ হার শনাক্ত হয়। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জন। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৬৮৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২ জন। মারা যাওয়া ৯৫ জনের মধ্যে ৫৯ জন ছিলেন পুরুষ ও ৩৬ জন নারী। সরকারি হাসপাতালে ৬০ জন, বেসরকারি হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ৪ জনের মৃত্যু হয়। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৫৭ জন ছিলেন ষাটোর্ধ্ব, ২২ জন পঞ্চাশোর্ধ্ব, ১৩ জন চল্লিশোর্ধ্ব ও ৩ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ৫৮ জন ঢাকা, ১৭ জন চট্টগ্রাম, ৮ জন রাজশাহী, ৩ জন করে খুলনা, সিলেট ও রংপুর, ২ জন বরিশাল ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। গতকাল সারা দেশের ১ হাজার ৫৪টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল মাত্র ২৬১টি। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালের ৭৪৬টি আইসিইউর মধ্যে গতকাল ফাঁকা ছিল ১২৬টি। এর মধ্যে সরকারি হাসপাতালে ২১টি ও বেসরকারি হাসপাতালে ১০৫টি আইসিইউ ফাঁকা ছিল। এর বাইরে ঢাকায় ৮২৫টি হাই ফ্লো নেজাল ক্যানোলাযুক্ত আইসিইউ সমতুল্য শয্যা থাকার তথ্য জানালেও তার কতটি ফাঁকা ছিল সেই তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদফতর।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে