দেশে করোনাভাইরাস সংক্রমণ হার ১৬ এপ্রিলের পর থেকে টানা কমছে। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার কমেছে ১ দশমিক ৭৮ শতাংশ। তবে দিনের ব্যবধানে আবারও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিলেন ৯১ জন। অবশ্য, ১৯ এপ্রিল এক দিনেই রেকর্ডসংখ্যক ১১২ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ২৮০ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ। এর আগে গত ১৬ এপ্রিল ২৩ দশমিক ৩৬ শতাংশ, ১৭ এপ্রিল ২১ দশমিক ৪৬ শতাংশ, ১৮ এপ্রিল ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ, ১৯ এপ্রিল ১৭ দশমিক ৬৮ শতাংশ ও ২০ এপ্রিল ১৬ দশমিক ৮৫ শতাংশ সংক্রমণ হার শনাক্ত হয়। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জন। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৬৮৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২ জন। মারা যাওয়া ৯৫ জনের মধ্যে ৫৯ জন ছিলেন পুরুষ ও ৩৬ জন নারী। সরকারি হাসপাতালে ৬০ জন, বেসরকারি হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ৪ জনের মৃত্যু হয়। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৫৭ জন ছিলেন ষাটোর্ধ্ব, ২২ জন পঞ্চাশোর্ধ্ব, ১৩ জন চল্লিশোর্ধ্ব ও ৩ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ৫৮ জন ঢাকা, ১৭ জন চট্টগ্রাম, ৮ জন রাজশাহী, ৩ জন করে খুলনা, সিলেট ও রংপুর, ২ জন বরিশাল ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। গতকাল সারা দেশের ১ হাজার ৫৪টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল মাত্র ২৬১টি। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালের ৭৪৬টি আইসিইউর মধ্যে গতকাল ফাঁকা ছিল ১২৬টি। এর মধ্যে সরকারি হাসপাতালে ২১টি ও বেসরকারি হাসপাতালে ১০৫টি আইসিইউ ফাঁকা ছিল। এর বাইরে ঢাকায় ৮২৫টি হাই ফ্লো নেজাল ক্যানোলাযুক্ত আইসিইউ সমতুল্য শয্যা থাকার তথ্য জানালেও তার কতটি ফাঁকা ছিল সেই তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদফতর।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু
২৪ ঘণ্টায় শনাক্ত ৪২৮০, মৃত্যু ৯৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর