দেশে করোনাভাইরাস সংক্রমণ হার ১৬ এপ্রিলের পর থেকে টানা কমছে। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার কমেছে ১ দশমিক ৭৮ শতাংশ। তবে দিনের ব্যবধানে আবারও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিলেন ৯১ জন। অবশ্য, ১৯ এপ্রিল এক দিনেই রেকর্ডসংখ্যক ১১২ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০৮টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ২৮০ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ। এর আগে গত ১৬ এপ্রিল ২৩ দশমিক ৩৬ শতাংশ, ১৭ এপ্রিল ২১ দশমিক ৪৬ শতাংশ, ১৮ এপ্রিল ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ, ১৯ এপ্রিল ১৭ দশমিক ৬৮ শতাংশ ও ২০ এপ্রিল ১৬ দশমিক ৮৫ শতাংশ সংক্রমণ হার শনাক্ত হয়। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৩২ হাজার ৬০ জন। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৬৮৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২ জন। মারা যাওয়া ৯৫ জনের মধ্যে ৫৯ জন ছিলেন পুরুষ ও ৩৬ জন নারী। সরকারি হাসপাতালে ৬০ জন, বেসরকারি হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ৪ জনের মৃত্যু হয়। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৫৭ জন ছিলেন ষাটোর্ধ্ব, ২২ জন পঞ্চাশোর্ধ্ব, ১৩ জন চল্লিশোর্ধ্ব ও ৩ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ৫৮ জন ঢাকা, ১৭ জন চট্টগ্রাম, ৮ জন রাজশাহী, ৩ জন করে খুলনা, সিলেট ও রংপুর, ২ জন বরিশাল ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। গতকাল সারা দেশের ১ হাজার ৫৪টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল মাত্র ২৬১টি। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালের ৭৪৬টি আইসিইউর মধ্যে গতকাল ফাঁকা ছিল ১২৬টি। এর মধ্যে সরকারি হাসপাতালে ২১টি ও বেসরকারি হাসপাতালে ১০৫টি আইসিইউ ফাঁকা ছিল। এর বাইরে ঢাকায় ৮২৫টি হাই ফ্লো নেজাল ক্যানোলাযুক্ত আইসিইউ সমতুল্য শয্যা থাকার তথ্য জানালেও তার কতটি ফাঁকা ছিল সেই তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদফতর।
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু
২৪ ঘণ্টায় শনাক্ত ৪২৮০, মৃত্যু ৯৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর