শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন বাধ্যতামূলক করতে হবে

-ড. মো. আবদুল কাদির

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন বাধ্যতামূলক করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল কাদির বলেছেন, কওমি মাদরাসাসহ প্রত্যন্ত অঞ্চলে মাদরাসায় জাতীয় পতাকা উত্তোলন না করা, জাতীয় সংগীত না গাওয়ার খবর পাই। যে দেশে আমরা বাস করি সে দেশের নিয়ম তো মানতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানেরই এসব নিয়ম মেনে চলা উচিত। মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয় পতাকা উত্তোলন করা ও জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করতে হবে। কোনো প্রতিষ্ঠান যদি জাতীয় পতাকা উত্তোলন না করে, জাতীয় সংগীত গাওয়ার আয়োজন না করে তবে নিশ্চয়ই তারা গর্হিত কাজ করছে। এ ব্যাপারে সরকারের মনিটরিং আরও বাড়ানো দরকার। মনিটরিং করলে অবশ্যই পরিস্থিতির উন্নয়ন হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ড. আবদুল কাদির আরও বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা থেকেও তো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এসব করা উচিত। কওমিসহ কোনো কোনো মাদরাসা হয়তো মনে করে তারা সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিচ্ছে না, তাই সরকারের এই নিয়মগুলো তারা অনুসরণ করছে না। কিন্তু সরকার তো বিভিন্নভাবেই সবাইকে সুবিধা দিচ্ছে। কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে। এটা অনেক বড় বিষয়। তাই তাদেরও সরকারের নিয়মগুলো মানা উচিত।

অধ্যাপক আবদুল কাদির আরও বলেন, কওমি মাদরাসাসহ বিভিন্ন মাদরাসা পরিচালনার জন্য শিক্ষাবোর্ড রয়েছে। এ ছাড়া এসব দেখভালের দায়িত্বে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আসলে এ ব্যাপারে আগে সরকার হয়তো খুব বেশি নজর দেয়নি। তা না হলে সরকারের নিয়ম-কানুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানবে না কেন? সরকারকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করতে হবে।

সর্বশেষ খবর