বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩১ লাখের দিকে ধেয়ে চলেছে। গতকাল সকাল পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছে ৩০ লাখ ৯০ হাজারে। প্রতিদিন এ সংখ্যা বাড়ছে প্রায় ১৪ হাজার করে। এছাড়া বিশ্বে রোগী শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৪ কোটি ৫৫ লাখে। এদিকে ভারতে রোগী শনাক্তের দিক থেকে রেকর্ড অব্যাহত রয়েছে। গতকাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হিমশিম খাওয়া ভারতে টানা দ্বিতীয় দিন ৩ লাখের বেশি নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত এবং ২ হাজার ২৬৩ রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার ভারত প্রথমবার একদিনে ৩ লাখের বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ডের কথা জানিয়েছিল, যা গতকাল টপকে গেছে। এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের একদিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। ভারতের কর্তৃপক্ষ গত ৫ এপ্রিল প্রথমবার ২৪ ঘণ্টায় ১ লাখের বেশি রোগী শনাক্তের কথা জানায়; আড়াই সপ্তাহের মধ্যেই তা ৩ লাখ ছাড়িয়ে গেল। সংক্রমণের ভয়াবহ ঊর্ধ্বগতির কারণে ভারতের বিভিন্ন হাসপাতালে শয্যা, অক্সিজেন ও জীবনরক্ষাকারী ওষুধের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। রোগীদের বাঁচাতে অসংখ্য হাসপাতালকেই এখন অক্সিজেন জোগাড়ে মরিয়া চেষ্টা চালাতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার সফর বাতিল করে গতকাল কভিড-১৯ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহামারীতে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে বৃহস্পতিবারও ৬৭ হাজার ১৩ জন নতুন কভিড রোগী শনাক্ত হয়েছে; সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত আছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়– ও অন্ধ্রপ্রদেশেও। কেরালায় বৃহস্পতিবার ২৬ হাজার ৯৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, রাজ্যটিতে এর আগে কখনোই একদিনে এত রোগী মেলেনি। কর্ণাটকে শনাক্ত হয়েছে ২৫ হাজারের বেশি রোগী। একদিনে ২৬ হাজারের বেশি নতুন রোগী দেখা দিল্লিতে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত ৩০৬ জনের মৃত্যু হয়েছে। শহরটিতে এটাই একদিনে কভিড-১৯ এ সর্বোচ্চ মৃত্যু। পরিস্থিতি মোকাবিলায় হরিয়ানায় গতকাল সন্ধ্যা ৬টা থেকে সব দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে, জরুরি নয় এমন সব জমায়েতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আসামে নতুন ১ হাজার ৯৩১ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৩১ হাজার ছাড়িয়ে গেল। ভাইরাসটি এ পর্যন্ত রাজ্যের ১ হাজার ১৬০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। চলমান এ জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে অক্সিজেন ও জরুরি ওষুধ সরবরাহ এবং টিকাদান কর্মসূচি নিয়ে একটি ‘জাতীয় পরিকল্পনা’ দাঁড় করাতে নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
শিরোনাম
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
করোনায় মৃত্যু যাচ্ছে ৩১ লাখের ঘরে, ভারতে রেকর্ড শনাক্ত অব্যাহত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর