শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

ক্ষুদ্র শিল্পে বিনামূল্যে ইন্টারনেট চাই

মানতাসা আহমেদ

ক্ষুদ্র শিল্পে বিনামূল্যে ইন্টারনেট চাই

জাতীয় বাজেটে সারা দেশের কুটির ও ক্ষুদ্র শিল্পে আগামী এক বছর বিনামূল্যে মোবাইল ইন্টারনেট সেবা চান এএফডিবি সভাপতি মানতাসা আহমেদ। তিনি বাজেট প্রস্তাব তুলে ধরে বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের প্রণোদনা প্যাকেজের আওতায় আনতে হবে। কুটিরশিল্পের নারী উদ্যোক্তাদের তথ্যভান্ডার তৈরি করে সঞ্চয় প্রকল্প করা হোক। ই-কমার্স ও এফ-কমার্সের কেনাকাটা ভ্যাটমুক্ত রাখতে হবে। পাশাপাশি বুটিক ও পারলার ব্যবসায় আগামী এক বছর কর ও ভ্যাট অব্যাহতি সুবিধা দিতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনারস অব বাংলাদেশ-এএফডিবি সভাপতি মানতাসা আহমেদ। তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের (এসএমই) জন্য করছাড় চেয়ে বলেন, এসএমই রপ্তানিকারকদের লোকসান বা আপৎকালীন বা অবসরকালীন কর সমন্বয় বা অবকাশ বা রিবেট বা ফেরত প্রদানের বিষয়টি কর নীতিমালায় অন্তর্ভুক্ত ও বাস্তবায়ন করা অথবা অবসরকালীন জীবনে কর আর্থিক সহায়তা বা কর পেনশন প্রদান করা হোক। এ ছাড়া ১০ বছর কর অবকাশযুক্ত করা হোক। তিনি বলেন, বিভিন্ন রকম লাইসেন্স ও সনদপত্রের ওপর বিভিন্ন হারে ধার্যকৃত অগ্রিম আয়কর প্রত্যাহার করা হোক। জুন, ২০১৪ থেকে বর্ণিত সেবা গ্রহণের ক্ষেত্রে সরকার-নির্ধারিত জমাকৃত ফির ওপর ১৫ শতাংশ বকেয়া বা বকেয়াতব্য ভ্যাট আদায় থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। এসএমই কর্তৃক কয়ার ফাইবার আমদানির ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট কর্তন রহিতকরণ প্রস্তাব করছি। মানতাসা আহমেদ বলেন, ভ্যাট খাতে যন্ত্র ও যন্ত্রাংশ মূলধনি যন্ত্র ও যন্ত্রাংশ হিসেবে চিহ্নিত করে আমদানি পর্যায়ের মতো উৎপাদন পর্যায়েও মূসক অব্যাহতি দেওয়া হোক। আর আমদানিকৃত পণ্য মালিকানা পরিবর্তন করা হলে সব ধরনের শুল্ক ও কর থেকে অব্যাহতির প্রস্তাব তাদের। বাকিতে উপকরণ কেনার বিপরীতে রেয়াত গ্রহণ পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে সুস্পষ্ট আইন ও বিধি প্রণয়ন করা যেতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর