বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

বান্দরবানে সেনা-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে অস্ত্র গুলি ও মাদক উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানে সেনা-সন্ত্রাসী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজাতীয় সন্ত্রাসীদের আস্তানা থেকে অত্যাধুনিক বিদেশি অস্ত্র, গুলি, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। গতকাল ভোররাত ৩টার সময় রুমার মিনঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে। সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুমা সেনা জোন কমান্ডারের নেতৃত্বে একদল সেনাসদস্য মিনঝিরি পাড়ার সংলগ্ন বাগানে উপজাতীয় সন্ত্রাসী আস্তানায় অভিযানে গেলে সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো খবর          পাওয়া যায়নি। সেনা কর্মকর্তারা জানান, অভিযানের পর আস্তানা তল্লাশি করে রাশিয়ার তৈরি দুটি এসএমজি, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩ রাউন্ড পিস্তল, একটি ছুরি, ১০০ গ্রাম আফিম, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। রুমা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের শফিক জানান, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে মিনঝিরি পাড়ার একটি পাহাড়ি সন্ত্রাসীর বাগানবাড়ি থেকে অস্ত্র, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর