রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

বিটুমিনের সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতি হচ্ছে

মোজাম্মেল হক চৌধুরী

বিটুমিনের সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতি হচ্ছে

দেশে বিটুমিনের সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতি হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেছেন, সড়কের সুরক্ষায় সবার আগে অনিয়ম-দুর্নীতি বন্ধে সরকারের অঙ্গীকার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। কারণ, সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতি অনেক বেশি হচ্ছে। মানসম্পন্ন সড়ক নির্মাণ সরকারের দায়িত্ব। সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে অংশীজনদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, দেশে ২০ থেকে ২৫ শতাংশ সড়ক ঝুঁকিপূর্ণ। যদিও মানসম্মত সড়ক পাওয়া সবার অধিকার। কিন্তু রাজনৈতিক প্রভাবে সড়ক নির্মাণের কাজ পাওয়া ঠিকাদারদের কারণে নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হয়। ফলে রাস্তা তৈরির কদিন পরই নষ্ট হচ্ছে। বাড়ছে দুর্ঘটনা। মরছে মানুষ। তিনি বলেন, যে গ্রেডের বিটুমিন ব্যবহার প্রয়োজন, তা রাস্তা নির্মাণে ব্যবহার হয় না। বরং নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হচ্ছে। মানসম্মত সড়ক নিশ্চিত হলে অবশ্যই উন্নতমানের বিটুমিন ব্যবহার করতে হবে। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অডিট চাই। সড়কের মান উন্নত করতে হবে। যদিও এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নির্মাণে বাংলাদেশে সবচেয়ে অর্থ খরচ বেশি হয়। প্রতি বছর সারা দেশের সড়ক নির্মাণে ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা লুটপাট হয়। এই লুটপাটের নেপথ্যে রয়েছে সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিন ও পাথরসহ ভেজাল উপকরণ ব্যবহার। এই ভেজাল বন্ধ করতে পারলেই লুটপাট বন্ধ হবে। এটা সরকারকেই করতে হবে।

সর্বশেষ খবর