চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বাগেরহাটের ঘাটবিল গ্রামের মোহাম্মদ হাসান কাজী (৩৮), সেলিনা বেগম (৩৬), মোহাম্মদ সালমান কাজী (১৪) ও মো. শাকিব কাজী (১২), যশোরের বসতপুর গ্রামের মো. ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের মো. হোসেন আলী (৪৯), শাঁখারিপোতা গ্রামের মো. আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের আদরী খাতুন (২৭), ঘীবা গ্রামের মো. সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের মো. জাহিদুর রহমান (৫০), খুলনার নাজমা খাতুন (৩৬), নোয়াখালীর মো. ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ির হাতির খোদা গ্রামের মোহাম্মদ ইউসুফ নবী (২৬)। বিজিবি-৫৮ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ভালো কাজের আশায় তারা ছয় মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা গতকাল দুপুরে ১৪ জন অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছে। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।