বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

রোগীর তুলনায় সেবা অপ্রতুল

-ডা. মুশতাক হোসেন

রোগীর তুলনায় সেবা অপ্রতুল

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেছেন, গ্রামে-গঞ্জে জেলা-উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। রোগীর তুলনায় সেবা অপ্রতুল। সংক্রমণ না কমলে এ সক্ষমতায় সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।  দ্রুত রোগী শনাক্ত করে তাদের চিকিৎসা দিতে না পারলে মৃত্যুহার কমানো যাবে না।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, করোনা মহামারী ঠেকাতে ৩টি পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। যত রোগী শনাক্ত হচ্ছে তাদের স্বাস্থ্য  ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। তারা যেন সঠিক চিকিৎসা ও পরামর্শ পায় সে ব্যবস্থা করতে হবে। শতকরা ৫-১০ ভাগ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছে। যারা বাড়িতে থাকছে তাদের সহযোগিতা করতে হবে, যেন সঠিকভাবে চিকিৎসা চালিয়ে নিতে পারে। টেলিমেডিসিন সেবার আওতায় থাকলে তারা সুস্থ হয়ে উঠবে। দ্বিতীয়ত, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভিড় এড়িয়ে এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা এলে সবাইকে টিকা নিতে হবে। যারা এর মধ্যে শনাক্ত হচ্ছে এদের বাঁচাতে হলে ফিল্ড হাসপাতাল খুবই জরুরি। ফিল্ড হাসপাতাল করা জটিল কিছু না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সে সক্ষমতা আছে। শান্তিরক্ষা মিশনে তারা এ রকম অজস্র ফিল্ড হাসপাতাল বানিয়ে সেবা দিয়ে আসছেন। দেশের যে প্রান্তে সংক্রমণ বেশি সেখানে এ উদ্যোগ নেওয়া যেতে পারে। সেখানে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার দিয়ে, প্রয়োজনীয় সেবা দিয়ে অসংখ্য মানুষের জীবন বাঁচানো সম্ভব। ডা. মুশতাক হোসেন বলেন, করোনা যেহেতু গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে, তাদের শনাক্ত করতে বাড়ি বাড়ি যেতে হবে স্বাস্থ্যকর্মীদের। স্বাস্থ্যকর্মীরা অধিক সংক্রমিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে রোগী শনাক্ত করতে পারেন। দ্রুত রোগী শনাক্ত হলে মৃত্যুহার কমে আসবে। ঈদের পরে শহরে সংক্রমণ বাড়বে। তাই সেবা ব্যবস্থাপনায় নজর দিতে হবে।

 

সর্বশেষ খবর