বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

কমিটি ঘোষণা আমলেই নেননি-কর্মীরা

জিয়াউদ্দিন আহমেদ বাবলু

কমিটি ঘোষণা আমলেই নেননি-কর্মীরা

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, যে কমিটি ঘোষণা করা হয়েছে তা পার্টির নেতা-কর্মীরা আমলেই নেননি। তিনি বলেন, যারা জাতীয় পার্টি করেন না তারা পার্টির কমিটি ঘোষণা করবেন কীভাবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রয়াত এইচ এম এরশাদের সাবেক পত্নী বিদিশা ও তার ছেলে এরিকের সংবাদ সম্মেলন ও সভায় বেগম রওশন এরশাদের ছবি ব্যবহার, তাকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ও সাদ এরশাদকে কো-চেয়ারম্যান এবং এরশাদ ট্রাস্টের চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করে বর্তমান জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘বেগম রওশন এরশাদ একজন সম্মানিত ব্যক্তি। প্রশ্নটি ওনাকেই করা উচিত। এ ছাড়া এ ঘোষণার পর আমরা কেন্দ্রীয় কার্যালয়ে বিশাল প্রোগ্রাম করেছি। সারা দেশে আমাদের নেতা-কর্মীদের মধ্যে এ নিয়ে কোনো ধরনের চিন্তাই নেই। তারা এটাকে আমলেই নেননি। এটা নিয়ে পার্টিতে কোনো ধরনের আলোচনা হচ্ছে না। কেউ যদি কাউকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন তাহলে কি তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন?’ তিনি বলেন, ‘এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে নিয়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছি। সব স্তরের নেতা-কর্মী আমাদের সঙ্গে আছেন। ঢাকা দক্ষিণ ও উত্তর জাতীয় পার্টির বিভিন্ন থানায় কর্মসূচি পালিত হয়েছে।  ৬৮টি সাংগঠনিক জেলায় কার্যক্রম চালিয়েছি। কোরআন খতম, আলোচনা অনুষ্ঠিত হয়েছে।’

জাতীয় পার্টি নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটাকে আমি ষড়যন্ত্র বলব না। জাতীয় পার্টি তার নিজ জায়গাতেই আছে। এইচ এম এরশাদের অবর্তমানে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে অনেক দূর এগিয়েছে। আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আমরা গণতন্ত্রে বিশ্বাসী।’

সর্বশেষ খবর