বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

আস্থার সংকটে কিছু রোগী যায়

-ডা. এ বি এম আবদুল্লাহ

আস্থার সংকটে কিছু রোগী যায়

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, রোগীর তুলনায় দেশের হাসপাতালে শয্যা, চিকিৎসক, নার্সের সংখ্যা কম। সেবা নিয়ে রয়েছে অনেকের অভিযোগ। কিছু বেসরকারি হাসপাতাল সেবার নামে ব্যবসা করছে। এসব কারণে আস্থার সংকটে অনেক রোগী দেশের বাইরে চিকিৎসা করাতে যায়।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখন মানুষ বেড়াতে, বিয়ের বাজার করতে, কেনাকাটা করতে দেশের বাইরে যায়। উচ্চবিত্তরা নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর, আমেরিকা যান। মধ্যবিত্তরা ভারত, থাইল্যান্ড যান চিকিৎসার জন্য। এর মানে এই নয় যে, এখানে ফাঁকা করে  সব রোগী চলে যাচ্ছেন। কিছুটা আস্থার সংকট তো আছেই। চিকিৎসকদের ওপর অবিশ্বাস, কিছু ভুল রিপোর্ট আসে, এগুলোও কারণ। যখন আস্থার অভাব হয়, তখন আমাকে দিয়ে তো চিকিৎসা করাবে না। মানুষের প্রাচুর্য বাড়ছে, সামর্থ্য বাড়ছে। সামর্থ্য বাড়লে মানুষ ভালো মানের সেবা খুঁজবে। তবে দেশের বাইরে সেবা নিতে গিয়ে অনেকের খারাপ অভিজ্ঞতাও হয়।

ডা. এ বি এম আবদুল্লাহ আরও বলেন, ‘চিকিৎসা ব্যবস্থাপনায় কিছু সমস্যা তো আছেই। কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজ অর্থের বিনিময়ে চিকিৎসক বানাচ্ছে। এতে মানুষ আস্থা রাখতে পারছে না। অবকাঠামো, জনবল, সেবার মান না বাড়ালে মানুষের আস্থা ফেরানো যাবে না।’

সর্বশেষ খবর